Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হট প্যান্ট পরে শাশুড়ি হতে চান শ্রাবন্তী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ জানুয়ারি ২০২২ ২১:২০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ২১:২৩

বিয়ে ভাঙলেও নিজের কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পেশাদার জীবনে নিজের ব্যক্তিজীবনের প্রভাব পড়তে দেন না তিনি। এর মাঝেই শ্রাবন্তীর নতুন প্রেমের জল্পনা চরমে। যদিও সেই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এই টলি নায়িকা। তবে টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, শ্রাবন্তীর জীবনে ফের বসন্ত এসে গেছে। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের আলোচনা এখন টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এসব একেবারেই পাত্তা দেন না তিনি। বরং শ্রাবন্তী থাকেন নিজের মেজাজে। সহাসী মন্তব্য রাখতেও পিছনা হননি তিনি। এবার বললেন, যখন শাশুড়ি হবেন তখনও মন চাইলে হট প্যান্ট পড়বেন।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতির জন্য টলিউডে গত বছর চালু হয় ‘ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ডিজিটাল অ্যাওয়ার্ড শো এটি। বিভিন্ন জনপ্রিয় ক্যাটিগরি রয়েছে, যেখানে অনলাইনে ভোট দেওয়া সম্ভব। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে অভিনেতা পরমব্রতর কাছে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন অভিনেত্রী শ্রাবন্তী।

পরমব্রতর সঙ্গে ক্যান্ডিড প্রশ্ন উত্তর পর্বে জানান, ভেতো বাঙালি তিনি। মাটন খেতে দারুণ পছন্দ করেন। প্রিয় মানুষের নাম উঠতেই ছেলে ঝিনুক, তিন পোষ্য এবং বাবা-মায়ের নাম নেন। এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছে, যখন শাশুড়ি হবেন তখনও মন চাইলে হট প্যান্ট পরবেন। অর্থাৎ, ঝিনুকের বিয়ের পরেও বোল্ড লুকে ধরা দিতে কোনও আপত্তি নেই তার। আর অভিনেত্রীর এই ভিডিও শেয়ার করতেই মুহুর্তেই ভাইরাল।

সারাবাংলা/এএসজি

টলিউড অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রি শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর