Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের শোবিজে এখনো গল্পের বড় ঘাটতি: টনি ডায়েস

আশীষ সেনগুপ্ত
৬ জানুয়ারি ২০২২ ১৮:০৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১৯:০৫

টনি ডায়েস — দেশের শোবিজ অঙ্গনের এক সময়কার দাপুটে অভিনেতা। টিভি খুললেই দেখা যেতো তার একের পর এক নাটক। আর সেসব নাটকে সাবলীল অভিনয়ে তিনি ছড়িয়ে দিতেন মুগ্ধতা।

১৯৮৯ সালে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মাধ্যমে টনি ডায়েসের অভিনয়জীবন শুরু। ১৯৯৪ থেকে শুরু হয় টিভি নাটকের ক্যারিয়ার। ২০০৮ সাল পর্যন্ত চার শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু নাটকেই নয়, আলো ছড়িয়েছেন সিনেমাতেও।

বিজ্ঞাপন

২০০৮ সালে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘের কোলে রোদ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক। ২০১৬ সালে একই নির্মাতার ‘পৌষ মাসের পিরীত’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

ব্যক্তি জীবনে ২০০১ সালের ভালোবাসা দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোবিজ অঙ্গনের আরেক তারকা প্রিয়া ডায়েসের সঙ্গে। এই দম্পতির এক সন্তান। ২০০৮ সালের শেষের দিকে টনি ডায়েস তার পরিবার নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশটিই এখন তাদের মূল ঠিকানা হলেও বাংলাদেশে আসেন মাঝে মধ্যে।

তেমনি, সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসলে সারাবাংলার অনুরোধে তার দীর্ঘ তিন দশকের আদ্যোপান্ত শোনালেন আজকের কথোপকথনে…

https://youtu.be/p7SY_CF3liY

দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…আরও দেখুন

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

কথোপকথন টনি ডায়েস টপ নিউজ নাগরিক নাট্য সম্প্রদায় নারগিস আক্তার পৌষ মাসের পিরীত প্রিয়া ডায়েস মেঘের কোলে রোদ সারাবাংলা কথোপকথন

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর