Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তির মিছিলে ‘হাজংদের জীবন সংগ্রাম’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২১ ১৬:১৯

হাজং সম্প্রদায় বাংলাদেশ ও ভারতের আদিবাসী। বাংলাদেশের নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, ঝিনাইগাতী উপজেলায়, ময়মনসিংহ জেলার উত্তর অঞ্চলে এবং সিলেট জেলায় তাদের বসবাস । গত শতাব্দীর মাঝামাঝি সময়ে এরা খুব দাপটের সাথে বসবাস করেছে এবং ঐতিহাসিক হাজং বিদ্রোহ, তেভাগা আন্দোলন, টঙ্ক আন্দোলন ইত্যাদির নেতৃত্বের সারিতে হাজংদের ভূমিকা অগ্রণী।

বিজ্ঞাপন

সংস্কৃতিজন সুজন হাজংয়ের ‘হাজংদের জীবন সংগ্রাম’ কবিতা অবলম্বনে ডকু ফিল্ম নির্মাণ শেষ করেছেন সোহেল রানা বয়াতি।

নির্মাতা বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত ভাগ, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে নিজেদের টিকিয়ে রাখার সংগ্রামে হাজং জনগোষ্ঠীর সাহসী ভূমিকা আমাকে অনুপ্রাণিত করেছে কাজটি করার ক্ষেত্রে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী হাজংদের জীবন খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি বিগত দুই বছর, সম্প্রতি ডকুফিল্মটির চিত্রধারণ আমরা সম্পন্ন করেছি।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, নেত্রকোণা’র প্রযোজনায় নির্মিত ডুকোফিল্মটি আগামী ৩১ জানুয়ারি হাজংমাতা ‘শহীদ রাশিমণি দিবস’-এ ডকুফিল্মটির বিশেষ প্রদর্শনী আয়োজন করার পরিকল্পনা আছে সংশ্লিষ্টদের। ডকুফিল্মটির চিত্রগ্রহণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র দাস ও আশিক মাসুদ।

সারাবাংলা/এজেডএস

সোহেল রানা বয়াতী হাজংদের জীবন সংগ্রাম

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর