Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন অতিথি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২১ ২০:২৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ০১:১৪

বাংলাদেশের শোবিজের আলোচিত জুটি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। এ তারকা দম্পতি ভালোবেসে বিয়ে করেছিলেন ২০১০ সালে। সে ঘর আলোকিত করে সন্তান আসছে খুব শিগগিরই। ফারুকী ও তিশা যৌথভাবে তাদের ফেসবুকে খুশির খবরটি জানিয়েছেন।

ফারুকী বলেন, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই হবে নিশ্চয়ই। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না? সে কেনো সবকিছুতে অনুপস্থিত? অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

বিজ্ঞাপন

জীবনের এ নতুন অধ্যায় সম্পর্কে তিশা গণমাধ্যমে বলেন,‘নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছি। এক জীবনে কত নাটকে মা সেজেছি, এখন বাস্তব জীবনে তা ফিল করছি। পুরো জার্নিটা আসলে ভাষায় বিশ্লেষণ করতে পারব না। এটা এমন একটা জার্নি, এককথায় ওয়ান্ডারফুল। নতুন পরিচয় আসছে আমার জীবনে। যে পরিচয়টা আমি বেশ এনজয় করছি।’

জানা গেছে, আগামী মাস দেড়েকের মধ্যেই ফারুকী-তিশা দম্পতির ঘর আলোকিত করবে সন্তানটি।

সারাবাংলা/এজেডএস

টপ নিউজ তিশা ফারুকী বাবা মা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর