Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হচ্ছে আনুশের ‘পাপনামা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ১৫:৫৬

বেশ কয়েক মাস আগে রুবেল আনুশ শুরু করেছিলেন তার দ্বিতীয় ছবি ‘পাপনামা’র শুটিং। ছবিটির একটা বড় অংশের শুটিং শেষ হওয়ার পর অল্প কদিনের শুটিং বাকি ছিল। অবশেষে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে ছবিটির বাকি শুট হচ্ছ।

রুবেল সারাবাংলাকে জানান, আগামী মঙ্গলবার থেকে টানা তিন দিন কাজ করলে আমাদের সকল শুটিং শেষ হবে। ঢাকাতেই শুটিং হবে।

‘পাপনামা’র কাহিনি বউ ও শ্বাশুড়িরর মধ্যকার দ্বন্দ্ব নিয়ে। এ ধরনের গল্প নিয়ে অতীতে অনেক ছবি হয়েছে। আপনার ছবির আলাদা বিশেষত্ব কী? এমন প্রশ্নে আনুশ বলেন, ‘আগের ছবিগুলোতে কাউকে না কাউকে খারাপ দেখানো হয়েছে। কিন্তু আমার ছবিতে আসলে তাদের মধ্যকার দূরত্ব কিংবা দ্বন্দ্ব কেন তৈরি হয় সে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা হয়েছে।’

‘পাপনামা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এতে তাকে একই সঙ্গে মা ও মেয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজিদা তন্বী, দীপংকর দীপক, জুয়েল সালমান, শিমুল খান ও সোহেল খান।

রুবেল আনুশের প্রথম ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ বর্তমানে ইউটিউবে দেখা যাচ্ছে।

সারাবাংলা/এজেডএস

পাপনামা রুবেল আনুশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর