Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখের হাত ধরেই বলিউডে আরিয়ান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১ ১৬:৫৮

২০২২ সালের মধ্যেই নিজের ফিল্মি কেরিয়ার শুরু করছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। তবে অভিনেতা হিসেবে নয়, সহকারি পরিচালক হিসেবে। গেলো সেপ্টেম্বরে মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে আরিয়ানের জীবন। ইতিমধ্যেই বম্বে হাইকোর্ট থেকে তাকে সাপ্তাহিক হাজিরা দেওয়া থেকে মুক্তি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, খুব জলদি নিজের বলি কেরিয়ার শুরু করে দেবেন শাহরুখের ২৪ বছরের ছেলে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রের খবর, বলিউডের কিছু নাম করা প্রযোজক সংস্থার সাথে কাজ করে সিনেমা বানানোয় হাতেখড়ি হবে আরিয়ানের। এদিকে এক প্রতিবেদন অনুসারে সিনেমা বানানোর ওয়ার্কশপের জন্য আরিয়ানের যাওয়ার কথা ছিল বিদেশে। হলিউডের কিছু বড় প্রযোজনা সংস্থার সাথে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে দেশে ফেরার পরিকল্পনা করে রেখেছিলেন আরিয়ান। কিন্তু মাদক মামলায় জামিন পাওয়ার জন্য তাকে নিজের পাসপোর্ট জমা রাখতে হয়েছে। ফলে বিদেশে যাওয়ার সুযোগ নেই!

বিজ্ঞাপন

তবে মাদক যোগ যাতে আরিয়ানের কেরিয়ারে কোনও প্রভাব ফেলতে না পারে সেদিকে তাকিয়ে শাহরুখ ঠিক করেছেন আরিয়ান ভারতে থেকেই করবে ফিল্ম ওয়ার্কশপ। আর সেই কারণে দু’-একটি প্রযোজনা সংস্থার সাথে কথাও বলে নিয়েছেন। এর মধ্যে নাম রয়েছে আদিত্য চোপড়ার ‘যশরাজ প্রোডাকশন হাউজ’ ও করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’।

প্রসঙ্গত, সাইফ-পুত্র ইব্রাহিমও করণ জোহরের সহকারি হিসেবে কাজ করছেন ‘রকি অউর রনি কি প্রেম কাহানি’ ছবিতে। সেই পথে হেঁটেই হয়তো করণ জোহরের পরবর্তী বিগ বাজেট ছবি ‘তখত’-এ দেখা যেতে পারে আরিয়ানকে সহকারী পরিচালক হিসেবে। আবার শোনা যাচ্ছে, শাহরুখের ‘পাঠান’ সিনেমাতেও কাজ করতে পারেন আরিয়ান।

গত ২ সেপ্টেম্বর রাতে এক প্রমোদতরী থেকে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় আরিয়ানকে। এরপর দীর্ঘ জেরার পর ৩ সেপ্টেম্বর গ্রেফতার হন আরিয়ান। দুইবার নিম্ন আদালতে খারিজ হয়ে যায় শাহরুখ খানের ছেলের জামিনের আবেদন। তারপর বম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করলে ৩১ সেপ্টেম্বর আর্থার রোড জেল থেকে ছাড়া পায় আরিয়ান।

সারাবাংলা/এএসজি

আরিয়ান খান শাহরুখ খান শাহরুখ পুত্র শাহরুখের হাত ধরেই বলিউডে আরিয়ান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর