Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম যাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২১ ২১:২২

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি থাকছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি শাখায়। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহ থেকে ছবিটি চট্টগ্রামবাসী দেখতে পাবেন সুগন্ধা সিনেমা হলে।

চট্টগ্রামে প্রথম দিন থেকেই সিনেমা হলে দর্শকের সঙ্গে ছবিটি দেখবেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।

বিজ্ঞাপন

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।

এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

ছবিটির প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু, চিত্রগ্রহণে সুমন সরকার, কাশেফ শাহবাজী, মাজাহারুল ইসলাম, সম্পাদনা সামির আহমেদ, শব্দে সুকান্ত মজুমদার, সংগীতে আছেন রাশিদ শরীফ শোয়েব, শিল্প নির্দেশনায় লিটন কর, ওয়াদুদ রেইনি, পোশাক পরিকল্পনায় শারমিন নাহার লাকী, আফরোজা, মৃন্ময়ী সরকার, রূপসজ্জায় মো. ফারুক, ফরহাদ রেজা মিলন।

সারাবাংলা/এজেডএস

চট্টগ্রাম লাল মোরগের ঝুঁটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর