Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ সপ্তাহে ৮ সিনেমা হলে চলছে রেহানা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ১৭:২৯

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অফিসিয়ালি বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ‘রেহানা মরিয়ম নূর’ দেশের সিনেমা হলে মুক্তি পায় গত ১২ নভেম্বর। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটি প্রথম সপ্তাহে ১২টি সিনেমা হলে মুক্তি পায়। চতুর্থ সপ্তাহে এসে ছবিটি চলছে ৮টি হলে। এমনটাই জানিয়েছেন ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির গল্প আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। ঝঞ্জাবিক্ষুব্ধ তার জীবন৷ এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়।এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচার খুঁজতে থাকেন।

বিজ্ঞাপন

ছবির চিত্রনাট্য লিখেছেন সাদ নিজেই। ছবিতে রেহানা মরিয়ম নূর চরিত্রে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। ছবিতে আরো অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম। পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া। নির্বাহী প্রযোজক এহসানুল হক। সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তুমিজুল। সহ প্রযোজনা করেছে ‘সেন্সমেকারস প্রোডাকশন’।

চতুর্থ সপ্তাহে ‘রেহানা মরিয়ম নূর’ যে সব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে-

১। স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শপিংমল: বিকেল ৩ টা এবং সন্ধ্যা ৭.৩০

বিজ্ঞাপন

২। স্টার সিনেপ্লেক্স, মহাখালী: সন্ধ্যা ৭.৩০

৩। স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার: বিকেল ৩ টা এবং সন্ধ্যা ৭.৩০

৪। স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার: দুপুর ১২.৩০ এবং বিকেল ৫.২০

৫। ব্লকবাস্টার, যমুনা ফিউচার পার্ক: সকাল ১১.৩০ এবং সন্ধ্যা ৭.২০

৬। সিলভার স্ক্রিন, চট্টগ্রাম:

প্লাটিনাম থিয়েটারে শুক্রবারে ৫.৩০, সোমবার ও বৃহস্পতিবার দুপুর ২.৩০, রোববার ও মঙ্গলবার সন্ধ্যা ৫.১৫;

টাইটেনিয়াম থিয়েটারে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৪.৪৫

৭। সিনেস্কোপ, নারায়ণগঞ্জ: সকাল ১১, দুপর ২.৩০, বিকেল ৫, সন্ধ্যা ৭.৩০

৮। লিবার্টি সিনেপ্লেক্স, খুলনা: সকাল ১১.৩০, বিকেল ৩.৩০, সন্ধ্যা ৬.৩০

সারাবাংলা/এজেডএস

চতুর্থ সপ্তাহ রেহানা মরিয়ম নূর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর