Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিলডাকিনি’ ছবির জন্য ঢাকায় আসবেন পার্নো

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ১৫:৩৩

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এ প্রথম বারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। তিনি এবার অভিনয় করতে যাচ্ছেন সরকারী অনুদানের ছবি ‘বিলডাকিনি’-তে। ছবিটির শুটিংয়ের জন্য তিনি ঢাকায় খুব শিগগিরই ঢাকায় আসবেন।

জানা গেছে, পার্নো আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় আসবেন এবং ১৫ ডিসেম্বর থেকে সীমান্তবর্তী জেলা নওগাঁর আত্রাইয়ে সিনেমার দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানান পরিচালক ফজলুল কবীর তুহিন।

বিজ্ঞাপন

পার্নোর বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম; প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্র জুটি বেঁধে আসছেন তারা।

মোশাররফ-পার্নো ছাড়াও এ সিনেমায় গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রমাণিক অভিনয় করছেন।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।

তুহিনের পরিচালনায় ‘গাঙকুমারী’ নামে আরেকটি অনুদানের সিনেমায়ও কাজ করছেন মোশাররফ করিম; সিনেমাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সারাবাংলা/এজেডএস

পার্নো মিত্র বিলডাকিনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর