Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাম ঠিক না হওয়া সিনেমায় রোশান-প্রিয়মণি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫

মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জিয়াউল রোশান এবং প্রিয় মণি।

ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ।

পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেন, আমি সকল নির্মাণের ক্ষেত্রেই একটি বিষয় বিশ্বাস করি তা হচ্ছে টিমওয়ার্ক। এর আগেও বেঙ্গলের একটি কাজ করেছি। এখন নতুন একটি চলচ্চিত্র করতে যাচ্ছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। এজন্য ধন্যবাদ জানায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে। আরও ধন্যবাদ জানাই আরটিভিকে। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আমরা এ সিনেমার সবকিছুই আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি।

চিত্রনায়ক রোশান বলেন, এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছি। আসলে অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে সৈয়দ আশিক স্যার। এ জন্য আমি চিরকৃতজ্ঞ। বৈচিত্র্যময় এটি যা বাংলা ভাষাভাষি মানুষের কাছে সিনেমায় ভিন্নতা নিয়ে আসবে। কারণ দর্শক এখন ভালোমানের গল্প দেখতে চান, সেই ভিন্নতা পাবেন আশা রাখি।

চিত্রনায়িকা প্রিয়মণি বলেন, সিনেমার গল্প শুনে প্রথমেই পছন্দ করেছি। এখন স্ক্রিপ্ট পড়ছি। অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই হচ্ছে এটি। এখন আর বলতে চাই না গল্প নিয়ে। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি সে জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। যাতে করে আমরা সবাই মিলে একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।

বিজ্ঞাপন

মহরত অনুষ্ঠানের মাধ্যমে খুব শিগগিরই ছবিটির চিত্রধারণ শুরু হবে।

সারাবাংলা/এজেডএস

প্রিয়মণি রোশান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর