Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজের নতুন ফ্যামিলি ক্রাইসিসে ন্যানসির গান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১৬:১৮

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন সিজন আসছে। এর নাম রাখা হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’। ধারাবাহিকটির জন্য গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। ‘কখনো আলো কখনো আঁধার’ শিরোনামের নতুন গানটি নিয়ে তিনি বেশ উৎফুল্ল।

২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘চাঁদের নিজের কোনো আলো নেই’ ধারাবাহিকের জন্য গেয়েছিলেন ন্যানসি। নতুন গান প্রসঙ্গে ন্যানসির অনুভূতি, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে।’

বিজ্ঞাপন

‘কখনো আলো কখনো আঁধার’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (২৯ নভেম্বর) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির ধারণকাজ সম্পন্ন হয়।

নতুন ধারাবাহিকের গানটির ব্যাপারে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেছেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নিয়ে দর্শকদের সাড়ায় আমি অভিভূত। সেই উৎসাহে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আগের সিজনে কোনও টাইটেল সং ছিল না। তবে এবারের গল্পের প্লট অনুযায়ী একটি গান প্রয়োজন। সুর রচনার পরপরই মনে হয়েছে, এতে ন্যানসির কণ্ঠই জুতসই লাগবে। তার গায়কী নিয়ে নতুনভাবে বলার কিছু নেই। নতুন গানটি দারুণ গেয়েছেন তিনি। একবার শুনলেই ভালো লাগার মতো। শ্রোতারা গানটি পছন্দ করলে আমাদের প্রয়াস সফল হবে। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে এর লিরিক্যাল ভিডিও।’

সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ এখন আমেরিকায়। তার কথায়, ‘রাজ ভাইয়ের সঙ্গে নিয়মিত কাজ করছি। তিনি এই গান তৈরির দায়িত্ব দেওয়ার সময় বলে দিয়েছিলেন, সহজে শ্রোতাদের মন ছুঁয়ে যেতে পারে এমন একটা সুর রচনা করতে হবে। আমি চেষ্টা করেছি। ন্যানসি কণ্ঠ দেওয়ার পর মনে হচ্ছে রাজ ভাই যেমনটি চেয়েছিলেন তেমনই হয়েছে।’

বিজ্ঞাপন

গীতিকবি জনি হক বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার আবহ একই গানে ফুটিয়ে তুলতে চেয়েছেন নির্মাতা রাজ। সেভাবেই এটি লিখেছি। নাভেদ পারভেজ মন ছুঁয়ে যাওয়া সুর সৃষ্টি করেছেন। ন্যানসির সুরেলা গায়কীর সুবাদে পূর্ণতা পেয়েছে এটি।’

রাজ জানিয়েছেন, ঢাকার উত্তরায় আগামী ৯ ডিসেম্বর থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’ ধারাবাহিকের চিত্রায়ন শুরু হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে নাটকটি। এছাড়া ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে থাকবে প্রতিটি পর্ব।

সারাবাংলা/এজেডএস

জনি হক ন্যানসি ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর