Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখ মাতবে ভিডিও গানে


৮ এপ্রিল ২০১৮ ১৫:০৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘মেলায় যাইরে’- ফিডব্যাক ব্যান্ডের গাওয়া এই গানটিই বৈশাখের একমাত্র আশ্রয় হয়ে ওঠে প্রতিবছর। গানটির বয়স ত্রিশ ছুঁই ছুঁই। তবুও এখনো এই গানটিতে মাতে বৈশাখের দিন। এরপর আরও কিছু গান তৈরি হয়েছে, হচ্ছে। বৈশাখকে কেন্দ্র করে অনেক গান তৈরি হয় প্রতিবছর। তার মধ্যে ‘আইলো আইলো আইলো রে’, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানগুলো রয়েছে শ্রোতাদের পছন্দের তালিকায়।

বৈশাখকে কেন্দ্র করে শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর বেশ ভালোই প্রস্তুতি থাকে। আগে গান তৈরি ও অ্যালবাম প্রস্তুতে সময় যেত সবার। এখন কাজের ধরণে এসেছে পরিবর্তন। অ্যালবামের চেয়ে এখন বেশি নজর মিউজিক ভিডিও’র দিকে।

বর্তমান সময়ে শুধু গানে আর প্রচারণা হচ্ছে না। গানের সাথে চাই বাড়তি কিছু। ইতিমধ্যেই বৈশাখকে ঘিরে হাবিব ওয়াহিদের নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। সম্প্রতি অনলাইনে হাবিব, অদিত, তৌফিক আহমেদ ও প্রিতম হাসানের ছবি প্রকাশ হওয়ার পর থেকেই গানটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছবিটি হয়েছে ভাইরাল, গানটির জন্য তৈরি হয়েছে আকর্ষণ। ফেসবুকে পোস্ট করা ছবির নিচের কমেন্টগুলো তাই প্রকাশ করে।

পাওয়ার ভয়েসের শিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বৈশাখ উপলক্ষে প্রকাশ পাচ্ছে তার একটি গান, শিরোনাম ‘নববর্ষ’। এই গানেরও প্রথম ঝলক প্রকাশিতহয়েছে ফেসবুকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্তর্জালে এখন এসবই ঘুরে ঘুরে চোখে পড়ছে দর্শক-শ্রোতাদের।

‘গত বছর আমার দুটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ পায়। গানের সঙ্গে সঙ্গে ভিডিও দুটিও প্রশংসিত হয়। সেই সাহস থেকেই অনুরুপ আইচের লেখা গানে ও আরফিন রুমির সুরে আমার গাওয়া নববর্ষের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পাবে। গান ও ভিডিও এখন সময়ের চাহিদা।’ বললেন কর্নিয়া।

বিজ্ঞাপন

অথচ ততটা চোখে পড়ছে না বা জানা যাচ্ছে না অগ্নিবীণা থেকে প্রকাশিত ৫৭টি অ্যালবামের খোঁজ। প্রকাশিত গুচ্ছ অ্যালবামের মধ্যে রয়েছে পান্থ কানাই, দূরে, কাজী শুভ্র, ডি-রকস্টার খ্যাত শুভ, ক্লোজ আপওয়ান খ্যাত সাজুর অ্যালবাম। কিন্তু এসব অ্যালবামের খবর কে-ই বা জানে। এ প্রসঙ্গে অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘৫৭টি অ্যালবামের মধ্যে সবগুলই আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা ঠিক যে অ্যালবামের চল আগের চেয়ে কমে গেছে। সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠানই এখন ডিজিটাল কনটেন্ট তৈরিতে আগ্রহী।’

১৪ এপ্রিল বাংলা সনের প্রথম দিন। দিনটিকে উদযাপনের নানা প্রস্তুতি নেবেন সবাই। কিন্তু তার সঙ্গে প্রয়োজন হবে নববর্ষের গান। আর সেই গান ঠিকমত শ্রোতাদের কাছে পৌছালো কিনা বর্তমান সময়ে সেটি খুব ভালোভাবে বোঝা যায় অনলাইনে। তাই শিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠান উভয়েরই অনলাইনে ভিডিও গান প্রকাশে আগ্রহ বেশি ।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর