Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একজন নীল হুরেজাহানের উত্থানের গল্প…

আশীষ সেনগুপ্ত
২৩ নভেম্বর ২০২১ ১৬:১৩

নীল হুরেজাহান। তার পরিচয় একাধিক। নান্দনিক বাচনভঙ্গি আর মিষ্টি হাসি দিয়ে অনবদ্য উপস্থাপক হিসেবে জয় করে নিয়েছেন দর্শকদের মন। অভিনয়, মিউজিক ভিডিও’র মডেল হিসেবেও পেয়েছেন সাফল্য। মিউজিক্যাল ফিল্ম ‘আধা’-তে নজর কেড়েছেন সব দর্শকের।

বিজ্ঞানের ছাত্রী নীল হুরেজাহানের মিডিয়ায় ক্যারিয়ার শুরু ২০১৪ সালে, রেডিও জকি হিসেবে। পরের বছরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শুরু উপস্থাপনা। ২০১৭ সালে প্রথম মডেল হন মেরিলের বিজ্ঞাপনে। পরে ক্লোজআপের বিজ্ঞাপনে কাজ করে সাড়া ফেলে দেন।

বিজ্ঞাপন

নাটকে নীলের যাত্রা শুরু বদরুল আনাম সৌদের নির্দেশনায় আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফার সঙ্গে ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’ দিয়ে। অভিনয় করেছেন আরও দু’টি নাটকে। তবে তার নেশাটা উপস্থাপনা।

উপস্থাপনায় নিজস্ব একটি স্টাইল তৈরির চেষ্টা করে যাচ্ছেন নীল। বিশেষ করে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় সফলতা পেয়েছেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

আজকের তারুণ্য কথায় এই সফল উপস্থাপকের এগিয়ে যাওয়ার গল্প…

https://youtu.be/14gXvCz_R1M

আরও দেখুন-

সারাবাংলা/এএসজি

তারুণ্য কথা নীল হুরেজাহান সাক্ষাৎকার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর