দুরন্ত টেলিভিশনে ৫ দিনব্যাপী ৫টি ইরানী চলচ্চিত্র
এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ নভেম্বর ২০২১ ১৩:৫৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১৩:৫৯
২৩ নভেম্বর ২০২১ ১৩:৫৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১৩:৫৯
পাঁচদিনব্যাপী পাঁচটি জনপ্রিয় ইরানী চলচ্চিত্র প্রচার করতে যাচ্ছে শিশু-কিশোরদের জনপ্রিয় টিভি চ্যানেল দুরন্ত টেলিভিশন। ২৮ নভেম্বর (রোববার) থেকে প্রতিদিন রাত ১০টায় একটি করে শিশুতোষ এই ইরানী সিনেমাগুলো বাংলায় ভাষান্তরিত করে প্রচারিত হবে।
২৮ নভেম্বর (রোববার) মানবতার এক সরল গল্প নিয়ে প্রচারিত হবে চলচ্চিত্র ‘দ্য উইন্ডো’।
২৯ নভেম্বর (সোমবার) প্রচারিত হবে রাসুল ও সারাহ্ দুই ভাই-বোনকে নিয়ে চলচ্চিত্র ‘স্ট্যাম-মার’।
কিশোর রেজার জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র ‘উইং অফ ইমাজিনেশন’ প্রচারিত হবে ৩০ নভেম্বর (মঙ্গলবার)।
১ ডিসেম্বর (বুধবার) প্রচারিত হবে বন্ধুত্ব ও সম্প্রীতির দারুণ এক গল্প নিয়ে চলচ্চিত্র ‘স্প্যারো স্প্রিং’।
শেষ দিন ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রচারিত হবে চলচ্চিত্র ‘স্টোরি অফ মাই ফাদার’স বাইক অ্যান্ড মি’।
সারাবাংলা/এএসজি