Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়লা ছবির সেটে আহত নিরব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২১ ১৬:৪৯

সিলেটের পদ্মবিলে চলছে সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ ছবির শুটিং। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন নিরব ও বুবলি। ছবির সেটে আহত হয়েছেন নিরব। পা কেটে গিয়েছে তার।

জানা গেছে বুধবার(১৭ নভেম্বর) রাত ১টা নাগাদ নৌকায় শুটিং চলাকালীন নিরবের বাম পায়ের তালু কেটে জখম হয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় জয়ন্তিকা সরকারি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে নিরবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিরব জানালেন, সেলাইয়ের পর পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। তাই শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার। চিকিৎসকের পরামর্শে হোটেলেই বিশ্রাম নিতে হচ্ছে তাকে।

বিজ্ঞাপন

নিরব ছাড়া বাকি সবাই সুস্থ আছেন বলে জানালেন পরিচালক। নিরবকে ছাড়াই চলছে শুটিং।

দুর্ঘটনায় বর্ণনা দিতে গিয়ে এ নায়ক বলেন, যে পদ্মবিলে শুটিং করছিলাম সেখানে সাপ ও জোঁকে ভরা। এসবের মধ্যে পানিতে নেমে শুটিং করছিলাম। শেষ দৃশ্যটি পুনরায় দেওয়ার সময় পায়ে প্রায় ৫ ইঞ্চির জোঁক কামড় দেয়।

‘প্রথমে বুঝতে পারিনি জোঁক। পরে কোনোভাবেই জোঁক সরাতে না পেরে নৌকার বাঁশের ছাঁচে সজোরে ঘষা দিলে অনেকখানি পায়ের তালু জখম হয়। শুটিং তো দূরে, হাঁটতেও পারছি না। আমার শুটিং বন্ধ হওয়ার ইউনিটের অন্যরা বিপদে পড়েছে।’

সারাবাংলা/এজেডএস

আহত নিরব শুটিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর