রোহিত শেট্টির ছবিতে অভিনয়ের সুযোগ চাইলেন অমিতাভ
৭ নভেম্বর ২০২১ ১৬:১০ | আপডেট: ৭ নভেম্বর ২০২১ ১৬:২১
কেউ কেউ তাকে সুপারস্টার অব দ্য মিলেনিয়াম বলে থাকেন। একাধারে তিনি অভিনেতা হিসেবে যেমন সবার পূজনীয়, তেমনি মানুষ হিসেবেও তিনি শ্রদ্ধার। যৌবনে অভিনয় দিয়ে মাত করেছেন সিনেমা প্রেমীদের। তিনি অমিতাভ বচ্চন। এখন বয়স হওয়ার পর তার বিনয়, ভালোবাসা আর আচরণে নমস্য হয়ে উঠছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অমিতাভ বচ্চনকে বিভিন্ন চরিত্রে দেখেছেন দর্শক। কিন্তু এখনো নাকি অমিতাভের মনে হয় অনেক চরিত্রেই অভিনয় করা হয়নি। ফলে প্রতিনিয়ত নতুন চরিত্র খোঁজেন তিনি। প্রতিটি ছবিতে চরিত্র নিয়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন বলিউড বিগ বি। তাই বলে পরিচালকের কাছে অভিনয়ের সুযোগ চাইবেন তিনি।
ঘটনাটা কৌন বনেগা ক্রোড়পতি ১৩-র এপিসোডে। যেখানে বিশেষ অতিথি হিসেবে হট সিটে এসে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। সঙ্গে ছিলেন পরিচালক রোহিত শেট্টিও। কেবিসি-র ‘শানদার শুক্রবার’ পর্বে নিজেদের ছবি ‘সূর্যবংশী’-র প্রচারে হাজির হয়েছিলেন এই বলিউড তারকারা। আর যে মঞ্চে একসঙ্গে বড়পর্দার এই জনপ্রিয় হিট জুটি উপস্থিত হবে, বলাই বাহুল্য সেখানে মজা থেকে হাসি সবকিছু থাকাটাই যে স্বাভাবিক তা দর্শকমাত্রই আশা করে রেখেছিলেন। এবং সেরকমই হল। তবে সেসবের মাঝে এমন এক ঘটনা ঘটল যার জন্য মোটেই প্রস্তুত ছিল না দর্শকের দল। শো চলাকালীন নিজের ব্যারিটোন স্বরে বাজখাঁই হাঁক দিয়ে রোহিত শেট্টির উদ্দেশে অমিতাভের অনুরোধ- ‘আমি আপনার ছবিতে কাজ করতে আগ্রহী! সুযোগ পাবো?’
এখানেই শেষ নয়। ‘সূর্যবংশী’-র প্রসঙ্গ উঠতেই শো-তে ভিআইপি সিটে বসা রোহিতের উদ্দেশে অমিতাভ একটু কাঁচুমাঁচু বলে ওঠেন, ‘রোহিত আমি একটি ব্যাপার লক্ষ্য করেছি যে আপনি যাইই ছবি তৈরি করেন তা সব ব্লকব্লাস্টার হিট হয়। শুধু তাই নয় ছবির অভিনেতা-অভিনেত্রীদের নামের তালিকাতেও থাকে বিরাট বিরাট সব তারকার নাম। কখনও আমি সুযোগ পাবো? কখনও কি একটু ইচ্ছে হয়েছে আমাকে নিজের ছবিতে কাজ দেওয়ার? দেখুন, যদি আপনার ছবিতে একটু সুযোগ পেয়ে যাই!’
স্বয়ং অমিতাভ বচ্চনের মুখে এহেন মন্তব্য শুনে ততক্ষণে বিস্ময়ে, লজ্জায় থতমত খেয়ে গেছেন রোহিত। কোনওরকমে হাসতে হাসতে হাত জোড় করে ‘বিগ বি’-র উদ্দেশে কোনওরকমে হেসে তিনি বলে ওঠেন, ‘স্যার, কেন এমন করছেন? মানে পুরো লজ্জায় ফেলে দিচ্ছেন আমাকে।’
এরপরেও কিন্তু থামেননি ‘সিনিয়র বচ্চন’। ‘সূর্যবংশী’-র পরিচালকের উদ্দেশে বলেন, ‘আমি কিন্তু সব লক্ষ্য করি। আমাকে বলুন তো অক্ষয়-ক্যাটরিনা এমন কী করে এবং পারে যা আমি পারি না? বলুন না, তাহলে একটু চেষ্টা করে দেখব আমিও। সেইজন্যই হয়ত আমার সঙ্গে কাজ করছেন না আপনি। একটু দেখুন না যদি আপনার ছবিতে কখনও ছোট্ট কোনও চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে পারি কি না। শুধুই কী বড় বড় তারকাদের সঙ্গে কাজ করলে হবে। আমাকেও একটু দেখুন না স্যার!’ শুধু তাই নয়, এরপর রোহিতের মুখে যখন তিনি জানতে পারলেন ‘সিংঘম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র পরেও আরও কমপক্ষে ৭টি ছবি তৈরি করবেন রোহিত, সঙ্গে থাকবে আরও নতুন নতুন সব চরিত্র তখন এক গাল হেসে অমিতাভ বলে ওঠেন, ‘ওহ ৭টা ছবি! যাক বাবা তাহলে আমি সুযোগ পাব বলেই মনে হচ্ছে’। অমিতাভের কথা শেষ হতে না হতেই হাসিতে ফেটে পড়লেন অপর প্রান্তে বসা অক্ষয় এবং ক্যাটরিনা দু’জনেই। আর তাদের সঙ্গে তখন যোগ দিয়েছেন শো-তে হাজির হওয়া দর্শকদল।
সারাবাংলা/এএসজি
অক্ষয় কুমার অমিতাভ বচ্চন ক্যাটরিনা কাইফ রোহিত শেট্টি রোহিত শেট্টির ছবিতে অভিনয়ের সুযোগ চাইলেন অমিতাভ সূর্যবংশী