Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোয়েলের ‘চন্দ্রাবতী’ হয়ে ওঠা…

আশীষ সেনগুপ্ত
৪ নভেম্বর ২০২১ ২২:০২

চন্দ্রাবতী। মধ্যযুগের অন্যতম তিন নারী কবির একজন। ‘চন্দ্রাবতী কথা’ সিনেমায় দিলরুবা দোয়েল যেন হয়ে উঠেছিলেন চারশ বছর আগের সেই চন্দ্রাবতী। তাই মিলেছে তারকাখ্যাতি।

‘চন্দ্রাবতী কথা’ অবশ্য দোয়েলের দ্বিতীয় ছবি। নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ দিয়ে অভিষেক বড়পর্দায়। কাকতালীয়ভাবে ‘আলফা’র সেট থেকেই মনোনীত হন চন্দ্রাবতী চরিত্রের জন্য।

মডেলিং জগতে দোয়েলের তারকাখ্যাতি আগে থেকেই। ২০১৪ সালে পত্রিকার পাতা দিয়ে যাত্রা শুরু। তার এখনকার ব্যস্ততা অবশ্য সিনেমাতেই।

সম্প্রতি শেষ করেছেন নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’। যেখানে তার সঙ্গে আছেন কলকাতার পরমব্রত। সামনেই মুক্তি পাবে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। এই সময়ে বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতেও সমানতালে কাজ করা এই তারকার এগিয়ে চলার গল্প আজকের তারুণ্য কথায় …

https://youtu.be/UiZ9Ru8ZsM0

 

আরও দেখুন-

সারাবাংলা/এএসজি

আজব কারখানা আলফা ক্যাসিনো চন্দ্রাবতী চন্দ্রাবতী কথা দিলরুবা দোয়েল নাসির উদ্দীন ইউসুফ নূরুল আলম আতিক লাল মোরগের ঝুঁটি সৈকত নাসির

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর