Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বছরের প্রথম ছবি ‘শান’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ২০:২০

ছবির নাম ‘শান’। এই ‘শান’ মানে হলো ‘ধার’। ছুরি-কাঁচিতে ‘শান দেওয়া’ শব্দের সঙ্গে পরিচিত অনেকেই। সেই ‘ধার’ অর্থেই ছবির নাম হিসেবে ব্যবহার করা হয়েছে ‘শান’। এম এ রহিম পরিচালিত ছবিটি গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এ বছরেও ছবিটি মুক্তি পায়নি। অবশেষে প্রযোজনা সংস্থা জানালো আগামী বছরের প্রথম ছবি হিসেবে ৭ জানুয়ারি সিনেমা হলে আসছে ‘শান’।

শানের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। একজন পুলিশ অফিসারের জীবনের সত্য ঘটনাকে অবলম্বন করে ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। তিনি জানালেন, চরিত্রগুলোর ধরণ ও সংলাপের কারণেই ছবির নাম দেওয়া হয়েছে ‘শান’।

বিজ্ঞাপন

চিত্রনায়ক সিয়ামকে এবারই প্রথম পুরোপুরি অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। বলিউডের অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলী মুঘলের নির্দেশনায় ফাইটিং দৃশ্যে অংশ নিয়েছেন সিয়াম ও ছবির অন্য অভিনয়শিল্পীরা।

ছবিটি প্রযোজনা করেছে ফিলম্যান এন্টারটেইনমেন্ট।

সারাবাংলা/এজেডএস

পূজা চেরি শান সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর