Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ বছর পর…

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ১৮:১২

আজ থেকে ১৪ বছর আগে এনটিভিতে প্রচারিত হয়েছিলো শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘রমিজের আয়না’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়। একই ধারাবাহিকে একজন নবাগত হিসেবেই অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

‘রমিজের আয়না’য় অভিনয় করাটাও ছিলো অপূর্ব’র জন্য টার্নিং পয়েন্ট। তবে ‘রমিজের আয়না’য় অভিনয়ের পর শিহাব শাহীনের পরিচালনায় বহু নাটকে অপূর্ব অভিনয় করলেও একসঙ্গে আর কোনদিন অপূর্ব ও প্রাণ রায়ের অভিনয় করা হয়ে উঠেনি। দীর্ঘ ১৪ বছর পর প্রাণ ও অপূর্ব আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘একটা নির্জন দুপুর চাই’। রহমান মোস্তাফিজ পাভেল-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর একসঙ্গে একই নাটকে অভিনয় করে প্রাণ ও অপূর্ব শুটিং চলাকালীন সময়ে ছিলেন বেশ খোশ মেজাজে। দু’জনই ‘রমিজের আয়না’র দিনগুলোর কথা বারবার স্মৃতিচারণ করছিলেন। দীর্ঘদিন পর অপূর্ব’র সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে প্রাণ রায় বললেন, ‘এতোদিন পর আমাদের দেখা হয়ে আমার কাছে মনে হলো যেন দুই ভাইয়ের বহুবছর পর দেখা হবারই মতো একটি বিষয়। অপূর্ব আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিলো এবং আমার উপলদ্ধি হলো যে, যে অপূর্বকে দেখেছিলাম-এখনো সেই অপূর্বই আছে। এখন সে বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপারস্টার। কিন্তু আমার কাছে সেই আগেরই অপূর্ব। অভিনয়ে অপূর্ব আগের চেয়ে আরো অনেক অনেক বেশি ম্যাচিউরড। তার সাফল্য সত্যিই আমাকে গর্বিত করে।’

অপূর্ব বলেন, ‘প্রাণদা’র সঙ্গে রমিজের আয়না ধারাবাহিকে অভিনয় করার সময় ভীষণ সহযোগিতা পেয়েছি। এতোটা বছর পর একসঙ্গে কাজ করতে এসে মাঝে মাঝে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। মাঝে এতোটা বছর পেরিয়ে গেছে টেরই পাইনি। প্রাণদা’কে দেখে আমারও ভীষণ ভালোলেগেছে, যার উচ্ছাস বা আনন্দটুকু আমি কথায় প্রকাশ করতে পারছিনা। প্রাণ দা’র কাছে আমি সেই আগের অপূর্ব’ই আছি।’

বিজ্ঞাপন

এদিকে অপূর্ব সৈয়দ শাকিলের পরিচালনায় আরো দু’টি নাটকের কাজ শেষ করেছেন যাতে তার বিপরীতে আছেন ফারিণ। আর প্রাণ রায় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ‘ভাঙ্গন’ সিনেমার কাজ করেছেন।

সারাবাংলা/এএসজি

অপূর্ব একটা নির্জন দুপুর চাই প্রাণ রায় রমিজের আয়না

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর