Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাঁচাল জামাই নিলয় আলমগীর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৮:৪৫

পাঁচ বছর পর গত রোজার ঈদে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছিলেন ‘জামাই ভার্সেস শাশুড়ি’। সে নাটকের ধারাবাহিকতায় তিনি নির্মাণ করলেন ‘ক্যাচাল জামাই’।

পুরান ঢাকার ভাষায় নির্মিত নাটকটির কাহিনি, সংলাপ লিখেছেন ফেরারী ফরহান। নাম ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর। আবহ সঙ্গীত করেছেন সজীব।

নাটকের নিলয়ের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। শ্বশুর চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা। এছাড়া আছেন শামীমা নাজনীন, হানিফ পালোয়ান, হোসাইন সাইদি ও ওয়াসিম এমদাদ।

‘ক্যাচাল জামাই’ নাটকের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। নাটক নিয়ে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘হাস্যরসের মাধ্যমে আমরা একটি সামাজিক বার্তা দিতে চেয়েছি নাটকে। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

মাজহারুল ইসলাম প্রযোজিত ‘ক্যাচাল জামাই’ নাটকটি দেখা যাচ্ছে লেজার ভিশন নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

সারাবাংলা/এজেডএস

ক্যাঁচাল জামাই জিয়াউদ্দিন আলম নিলয় আলমগীর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর