Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসার জীবন নিয়ে ‘তোমার আমার গল্প’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৩:২০

মুশফিক আর. ফারহান ও তাসনিয়া ফারিণ সদ্য বিয়ে করেছেন। দুই পরিবারের সম্মতিতে তাদের চারহাত এক হয়েছে। কিন্তু নবদম্পতির সংসারের পুরোটা জুড়েই শুধু ফুল নয়। তাতে কাঁটাও থাকে! সম্পর্কের ওঠানামা শুরু হয় বিয়ের ক’দিন পরেই। ‘তোমার আমার গল্প’ নাটকের গল্প এমনই।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা। রাজ বলেন, ‘এটি অন্যরকম প্রেমের একটি নাটক। এতে বিয়ের পর এক দম্পতির ভালোবাসার গল্প দেখবেন দর্শকরা। মুশফিক আর. ফারহান ও তাসনিয়া ফারিণ আমাদের মনের মতো অভিনয় করেছেন। তাদের কেমিস্ট্রি দর্শকদের চোখে অনেকদিন লেগে থাকতে পারে।’

বিজ্ঞাপন

‘তোমার আমার গল্প’তে একটি নতুন গান রয়েছে। এটি গেয়েছেন তাসনিম আনিকা ও তানজির। এর কথা লিখেছেন শিমুল এসবি, সুর ও সংগীতায়োজনে নাভেদ পারভেজ।

এ নাটকে আরও অভিনয় করেছেন সোহেল খান, রত্না, এবি রোকন, মিনু রহমান। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর, সম্পাদনায় আরিফিন সরকার।

আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘তোমার আমার গল্প’। নাটকটি প্রযোজনা করেছে সিনেমাওয়ালা।

সারাবাংলা/এজেডএস

তোমার আমার গল্প মুশফিক আর ফারহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর