ডিসেম্বরে আসছে মিতুলের ‘নিশ্চুপ ভালোবাসা’
২২ অক্টোবর ২০২১ ১২:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১২:৫৮
রুবেল মাহমুদ পরিচালিত ‘নিশ্চুপ ভালোবাসা’ ছবিতে অভিনয় করেছেন আফফান মিতুল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘জি হুজুর’খ্যাত নায়িকা সারা জেরিন। সম্প্রতি ছবিটির ডাবিং শেষ হয়েছে। ছবিটি সিনেমা হলে আসবে ডিসেম্বরে।
রোমান্টিক গল্পের ছবি ‘নিশ্চুপ ভালোবাসা’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন কিশোর রাব্বানী। এতে বোবা প্রেমিকের চরিত্রে দেখা যাবে আফফান মিতুলকে। ত্রিভুজ প্রেমের গল্পে আরও আছেন রাশেদ প্রহর।
আফফান মিতুল বলেন, ‘বোবা চরিত্রে অভিনয় আসলেই অনেক কঠিন ছিল আমার জন্য। ছবিতে দেখা যাবে, আমি নিরবে ভালোবেসে যাই। কিন্তু সে ভালোবাসা বোঝাবো কীভাবে। একটা সময় আমার প্রেমিকা তা বুঝতে পারে। এ ছবিতে অভিনয়ের জন্য চোখ ও হাতের ইশারায় কথা বলা শিখতে হয়েছে।’
এ বছর আফফান মিতুল অভিনীত ‘গন্তব্য’ ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া মিতুল অভিনীত ‘আদম’, ‘মুনাফিক’ ও ‘কাকতাড়ুয়া’ নামের তিনটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। তার হাতে রয়েছে সায়মন তারিক পরিচালিত ‘স্বপ্নের ফেরিওয়ালা’, সাজ্জাদ খানের ‘জিহাদ’ এবং কাশেম শিকদারের ‘নরসুন্দর’। ছবি তিনটিতেই নাম ভূমিকায় অভিনয় করবেন মিতুল।
সারাবাংলা/এজেডএস