Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরর গল্পে ওয়েব সিরিজ মোনা

আহমেদ জামান শিমুল
১৯ অক্টোবর ২০২১ ১৭:৫১ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫৬

এক দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রোমান। তার এবার পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ওয়েব সিরিজ ‘মোনা’ নির্মাণ করবেন তিনি।

হরর গল্পের সিরিজটির কাহিনি লিখেছেন জাজের কর্ণধার আবদুল আজিজ। চিত্রনাট্য পরিচালকের।

রোমান সারাবাংলাকে বলেন, আমি কৃতজ্ঞ আবদুল আজিজ ভাইয়ার কাছে। আমাকে পরিচালক হিসেবে ব্রেক দিচ্ছেন। এ সিরিজটিতে আশা করছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবো।

সিরিজের গল্প সম্পর্কে রোমান বলেন, ‘এটি একটি জার্নির গল্প। একটি ঘটনার রহস্য উদঘাটনের গল্প। আরও মজার ব্যাপার হচ্ছে আমাদের গল্প এগোবে ‘মোনা’ নামের একজনকে ঘিরে। কিন্তু তাকে এখনই পাবেন না দর্শক।’

‘মোনা’র প্রাথমিক কাস্টিং প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করবেন সাজ্জাদ হোসাইন, সেমন্তী সৌমি ও সামিনা রোশান। রোমান জানালেন, বাকি কাস্টিং খুব শিগগিরই প্রকাশ করা হবে।

ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে আগামী ২৫ ডিসেম্বর থেকে।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র প্রযোজনার বদলে ওয়েব সিরিজ প্রযোজনার ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে সিরিজটি নির্মিত হচ্ছে। এটি তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।

সারাবাংলা/এজেডএস

ওয়েব সিরিজ জাজ মাল্টিমিডিয়া মোনা সাজ্জাদ হোসেন সেমন্তি সৌমি