Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে বিশাল ভরদ্বাজের খুফিয়ায় বাঁধন

আহমেদ জামান শিমুল
১৪ অক্টোবর ২০২১ ১৯:৪৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১২:০২

বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্স অরিজিনাল ‘খুফিয়া’য় অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। শুরুর দিকে বিষয়টি গুঞ্জন হিসেবে থাকলেও বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিষয়টি নিজেই জানান বিশাল ভরদ্বাজ। সারাবাংলাকে ‘খুফিয়া’র সেট থেকে বাঁধন জানিয়েছেন ছবিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার পেছনের কাহিনি।

আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি নিয়ে বাঁধন তখন কান চলচ্চিত্র উৎসবের আসরে। সেখানে ছবিটি দেখেন উপমহাদেশের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। কাশ্যপের সঙ্গে সৌজন্য সাক্ষাতও হয় বাঁধনের। ক্যাশপের সঙ্গে পরিচয়ের পরের দিন তিনি ছবির প্রযোজক জেরেমী চুয়ার মাধ্যমে বাঁধনকে জানান, বিশাল ভরদ্বাজের একটি ছবির জন্য তারা তার অডিশন করাতে চান। তখন তিনি তাদের জানান, কান থেকে দেশে ফেরার পর তিনি তাদের সঙ্গে কথা বলবেন। কারণ হিসেবে বাঁধন বলেন, ‘আমি আসলে তখন ব্যস্ততার মধ্যে ছিলাম।’

বিজ্ঞাপন

কান থেকে বাঁধন দেশে ফিরেন ২০ জুলাই। তার কিছুদিন পর বাংলাদেশে ‘খুফিয়া’র একটি টিম তার অডিশন নেয়। বাঁধন জানান, ঈদের কয়েকদিন পরই তারা অডিশন নিয়েছিলেন। তবে অডিশনের আগে তাদের রিহার্সেল করতে হয়েছিল। অডিশনের পর তারা তাকে চূড়ান্ত করার কথা জানায়।

‘রেহানা মরিয়ম নূর’ মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। সেখানেও যাওয়ার কথা ছিল বাঁধনের। কিন্তু উৎসবের সময় আর ‘খুফিয়া’র শুটিং সময় মিলে যায়স—দুটোই এ অক্টোবরে। তিনি তখন প্রোডাকশন টিমকে জানালেও তারা জানায়, অক্টোবরের পরে তাদের শুটিং করা সম্ভব নয়। তখন তিনি বুসানে যাওয়ার সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন।

ছবিটি করার সিদ্ধান্ত চূড়ান্ত হবার পর বাঁধন ২৬ সেপ্টেম্বর তিনি লুক টেস্টের জন্য ভারতের মুম্বাই যান। সেখানে সাত দিন ছিলেন। মূল শুটিং শুরু হয়েছে ১১ অক্টোবর থেকে। দিল্লীতে শুটিং হচ্ছে। বাঁধন গিয়েছেন গত ১০ অক্টোবর। কাজ করবেন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

বিজ্ঞাপন

‘খুফিয়া’ নির্মিত হচ্ছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহ্যয়ার’ অবলম্বনে। এতে একজন বাংলাদেশি নারী হিসেবেই দেখা যাবে বাঁধনকে। তিনি একই সঙ্গে বাংলা ও হিন্দিতে কথা বলবেন। নিজের চরিত্র সম্পর্কে এর বেশি কিছু বলতে চাইলেন না তিনি। শুধু বললেন, ‘এর বেশি বললে ছবির গল্পটা বলা হয়ে যাবে।’

থ্রিলার গল্পের ছবিটিতে বাঁধনের বিপরীতে কাজ করছেন বলিউড অভিনেত্রী টাবু। বাঁধনের মুখে প্রশংসা ঝড়ে পড়লো টাবু সম্পর্কে, ‘অভিনেত্রী হিসেবে তিনি তো অসাধারণ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমার ওনার ব্যক্তিত্ব অনেক ভালো লাগে। আমার মনে হয় উনি একজন সৎ ও পরিশুদ্ধ মানুষ।’

অডিশনে বিশাল ভরদ্বাজ ছিলেন না। তার সঙ্গে বাঁধনের প্রথম কথা হয় জুম মিটিংয়ে। এরপর তো শুটিং সেটে তার কাজ করার ধরণে মুগ্ধ হয়ে যান বাঁধন। এ নিয়ে তিনি বলেন, ‘বিশাল ভরদ্বাজ জুম মিটিংয়েই আমাকে মুগ্ধ করেছিলেন। তারপর এখানে আসার পর তারা আমাকে ট্রিট করেছে তাতে আমি খুবই খুশি। এক দেশ থেকে এসেছি আমি, তারা আমাকে যে সম্মাণ দিচ্ছে তা অসাধারণ।’

কথা প্রসঙ্গে জানালেন, তার কাছে বাংলাদেশে ও কলকাতায় কাজ করা একই মনে হয়েছে। বাঁধন বলেন, ‘সত্যি বলতে আমি কোন পার্থক্য করতে পারিনি। ব্যতিক্রম বলবো, সাদকে। কারণ সাদ হচ্ছে একটা প্রতিষ্ঠান। তার সঙ্গে অভিজ্ঞতা আমার কাছে, আউট অব দ্য ওয়ার্ল্ড।’

সৃজিত মুখার্জীর ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে বেশ আশাহত হয়েছিলেন। সরাসরি না বললেও ইঙ্গিত ছিল প্রোডাকশন টিমের উপর। ‘যদিও সৃজিত সেটা পরে সামলে নিয়ে ছিলো।’

তবে ‘খুফিয়া’র সেটে এসে তার মনে হয়েছে তারা অনেক এগিয়ে। তার ভাষায়, তারা অনেক গোছালো এবং সুন্দরভাবে কাজটা করে। নেটফ্লিক্সের টিমও তাকে অনেক সম্মাণ দিয়েছে বলে জানালেন বাঁধন।

বুধবার (১৩ অক্টোবর) খবর এসেছে এশিয়া প্যাসিফিক স্ক্রিণ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাঁধন। সে অর্জন সেলিব্রেট করতেই পার্টি দিয়েছিলেন বিশাল ভরদ্বাজ। সে ছবিই বিশাল তার ইন্সটাগ্রামে আপ করেছেন বলে জানালেন বাঁধন।

‘খুফিয়া’য় কাজ করার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, বাঁধন কি বলিউডে নিয়মিত হচ্ছেন কিনা? জবাবে প্রশ্নের বাইরেও অনেক কিছু বলেন, ‘রেহানা মরিয়ম নূরের পরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি নিয়মিত বাংলা ছবি করবো কিনা। এমনকি কলকাতায় কাজ করার পরও প্রশ্নটা শুনেছিলাম। কিন্তু এটা তো বাস্তবে সম্ভব না। আমার বর্তমান বয়স ৩৮। বাংলাদেশে তো ফিমেল প্রোটাগনিস্টের কাজই হয় না। বসে থেকে তো লাভ নেই। এ প্রশ্নটা আমার কাছে অর্থহীন মনে হয়। তবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনি জীবনে কী করতে চান। তাহলে বলবো, আমি নিজেকে আরও মেলে ধরতে চাই। নতুন নতুন অভিজ্ঞতা নিতে চাই। নতুন সংস্কৃতি জানতে, নতুন মানুষদের সঙ্গে কাজ করতে এবং অবশ্যই আমি বিভিন্ন ধরণের চরিত্রে কাজ করতে চাই। সাদের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝে গেছি, একজন পরিচালক কী কী করতে পারেন। তাই আমি এখন ভালো পরিচালক দেখি। তাদের সঙ্গে কাজ করতে চাই।’

সারাবাংলা/এজেডএস

খুফিয়া টপ নিউজ বলিউড বাঁধন বিশাল ভরদ্বাজ