Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামান্তার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তার বাবা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৫ অক্টোবর ২০২১ ১৬:৪৮

নাগা চৈতন্য ও সামান্তা তাদের সংসার জীবনের ইতি টেনেছেন। আর তাতে বেশ কষ্ট পেয়েছেন দুজনের ভক্তরা। চার বছরের সংসারের ইতিতে সামান্তাকে ভরণপোষণ বাবদ নাগা চৈতন্য ২০০ কোটি রুপি দিতে চাইলেও নেননি। বিচ্ছেদ ও ভরণপোষণের অর্থ ফেরত দেওয়া নিয়ে চারদিকে তোলপাড় চললেও চুপ ছিল সামান্তার পরিবার। তবে এবার মুখ খুলেছে তার বাবা।

সামান্তার বাবা যোশেফ প্রভু ভারতীয় গণমাধ্যমগুলোতে দেওয়া বক্তব্যে বলেছেন, তিনি পুরো ব্যাপারটিতে বেশ দুঃখ পেয়েছেন। তিনি বলেন, যখন আমি জানতাম পারলাম তাদের দুজনের বিচ্ছেদ হয়েছে, তখন আমার ভিতরে হাহাকার অনুভব করি। আমি চেয়েছিলাম তাদের দুজনের সম্পর্কটা যাতে টিকে থাকে। এ জন্য সামান্তাকে বুঝিয়েছিলাম। কিন্তু আমি ব্যর্থ হয়েছি।

বিজ্ঞাপন

এর আগে নাগা চৈতন্য এক ইনস্টাগ্রাম পোস্টে বিচ্ছেদের খবর জানিয়ে লিখেছিলেন, ‘আমাদের সকল শুভাকাক্ষীদের উদ্দেশ্যে, অনেক আলাপ-আলোচনা ও ভাবনার পরে স্যাম ও আমি মিলে স্বামী ও স্ত্রী হিসেবে আমাদের সম্পর্কটা ছিন্ন করে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুজনের মধ্যকার বন্ধুত্ব এক দশকেরও বেশি সময়ের, যা আমাদের সম্পর্কে মূল ভিত্তিও। আমরা বিশ্বাস করি আমরা সবসময় আমাদের মধ্যকার এ বন্ধন অটুট রাখতে পারবো। আমাদের ভক্ত, শুভাকাক্ষ্মী ও মিডিয়ার সকলের কাছে অনুরোধ করবো, এ কঠিন সময়ে আমাদের একটু আড়ালে থাকতে দিন, যাতে আমরা ঘুরে দাঁড়াতে পারিও। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

একই পোস্ট সামান্তাও তার আইডিতে শেয়ার করেন। একই বিষয়ে চৈতনের বাবাও টুইট করেন। তিনি লিখেন, ‘বেশ ভরাক্রান্ত হৃদয়ে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। স্যাম ও চেয়ের মধ্যে যাই ঘটুক না কেন তা বেশ দুর্ভাগ্যজনক। স্বামী ও স্ত্রীর মধ্যকার যে কোন ঘটনায় ব্যক্তিগত। স্যাম ও চে— দুজনেই আমার খুব আদরের। আমার পরিবার সবসময় স্যামের সঙ্গে কাটানো সময়গুলো উপভোগ করেছে এবং সে সবসময় আমাদের প্রিয়ভাজন হয়ে থাকবে। স্রষ্টা তাদের সহায় হোন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বিচ্ছেদ সামান্তা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর