Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েব সিরিজে জুটি বাঁধলেন ইরফান সাজ্জাদ-বিপাশা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৭:৩৩

এবারই প্রথম ইরফান সাজ্জাদ ও বিপাশা কবির একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। নাম ‘আঘাত’। এটি নির্মাণ করেছেন জায়েদ রিজওয়ান। গেলো ৩০ সেপ্টেম্বর ওয়েব সিরিজটি ‘জি-ফাইভ’র অ্যাপ ওয়াচো-তে রিলিজ হয়েছে। আগামী দু’মাস পর জি-ফাইভ-এ রিলিজ হবে, এমনটাই জানা গেছে।

বিপাশা কবিরের সঙ্গে প্রথম কাজ করা প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। কন্টেন্ট হিসেবে এটি খুব ভালো। এরইমধ্যে এর জন্য বেশ সাড়া পেয়েছি। আমি যতোদূর জানি এর সিক্যুয়ালও হবে। আমার প্রথম ওয়েব সিরিজ হিসেবে দর্শকের কাছ থেকে যেভাবে সাড়া পাচ্ছি তাতে আমি তৃপ্ত। আশা করছি আগামীতে আমাদের দেশ আরো ভালো ভালো ওয়েব সিরিজ নির্মাণ করবে যাতে আন্তর্জাতিকভাবে আমাদের কন্টেন্টগুলো জায়গা করে নিতে পারবে।’

বিজ্ঞাপন

ইরফান সাজ্জাদের সঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘ইরফান সাজ্জাদ নাটকের দর্শকপ্রিয় অভিনেতা। তারও দর্শক ভক্ত রয়েছে। আমাদের দুজনের প্রথম কাজ আঘাত। আমরা দু’জনেই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি, নিজেদের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকের কাছ থেকে একটু একটু করে সাড়া পেতে শুরু করেছি। আমার বিশ্বাস দিন যতো যাবে দর্শকের কাছ থেকে আরো বেশি সাড়া পাবো।’

এদিকে বিপাশা কবির বর্তমানে ব্যস্ত রয়েছেন কালাম কায়সারের পরিচালনায় ‘যার নয়নে যারে লাগে ভালো’ সিনেমার কাজ নিয়ে। শেষ করেছেন আকাশ আচার্য্যের ‘পরাণে পরাণ বান্দিয়া’, রেজা হাসমতের ‘জেদী মেয়ে’, বাপ্পী খানের ‘সোলমেট’। অপূর্ব রানা’র ‘গিভ অ্যা- টেক’ সিনেমাতেও কাজ করছেন তিনি।

সারাবাংলা/এএসজি

ইরফান সাজ্জাদ ওয়েব সিরিজ ওয়েব সিরিজে জুটি বাঁধলেন ইরফান সাজ্জাদ-বিপাশা বিপাশা কবির