Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গল্প শুনে মুগ্ধ, অরণ্য আনোয়ারের ছবিতে পরীমণি

আহমেদ জামান শিমুল
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:০৮

এ দেশের নামকরা নাট্যপরিচালক অরণ্য আনোয়ার। তিনি এবার সিনেমা নির্মাণে আসছেন। তার তাতে নায়িকা হিসেবে নিচ্ছেন পরীমণিকে। অবশ্যই প্রথমে ভেবেছিলেন পরী রাজি হবেন না। কিন্তু গল্প শোনার পরপরই রাজি হয়ে যান তিনি।

অরণ্য আনোয়ারের সিনেমার নাম ‘মা’। ছবির গল্প শোনানোর জন্য গত ২৯ সেপ্টেম্বর রাতে পরীমণির বাসায় যান তিনি। সেখানে তিনি পরীকে গল্পটি শোনান। এতে একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি।

বিজ্ঞাপন

‘গল্পটি আমি অনেকদিন যাবত আমার নিজের মধ্যে ধারণ করছিলাম। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। সিনেমা বানালেই তো হবে না, দরকার যোগ্য পাত্র-পাত্রী। আমি শুরু থেকেই বেশ সচেতন ছিলাম মায়ের চরিত্রটিকে ঘিরে। অবশেষে গল্পটি শোনালাম পরীকে। কিন্তু দ্বিধা ছিলো, মায়ের চরিত্রে পর্দায় হাজির হবেন কি না! কারণ, এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শোনানোর পর পরী যেভাবে গ্রহণ করলেন; তাতে আমি বিস্মিত ও মুগ্ধ’— বলেন অরণ্য আনোয়ার।

সিনেমার গল্পের প্রেক্ষাপট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এতে মূল যুদ্ধ দেখানো না হলেও দেখানো থাকবে একটি পাকিস্তানি আর্মি ক্যাম্প। অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা জানি মুক্তিযুদ্ধের ছবি বানানো অনেক কঠিন। সত্যি বললে আমাদের দেশে ওইভাবে মুক্তিযুদ্ধের ছবি নির্মিতই হয়নি। আমাদের ছবিটি একটি গ্রামের। এতে প্রেক্ষাপট হিসেবে এসেছে ১৯৭১ এবং একটি পাকিস্তানি আর্মি ক্যাম্প।’

মূল গল্প দেখা যাবে, একজন মায়ের সাত বয়সী শিশু মারা যায়। তাকে যখন দাফন করতে যায় তখন মা দাবি করেন তার সন্তান মারা যায়নি। সেখানে তৈরি হয় এক অমানবিক পরিস্থিতি। এ নিয়ে এগোয় সিনেমার কাহিনি। ‘মা’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য করছেন অরণ্য আনোয়ার নিজে।

বিজ্ঞাপন

‘মা’-এর অর্ধেক শুটিং হবে অক্টোবরে। আগামী বছরের জানুয়ারিতে বাকি শুটিং হবে বলে জানালেন পরিচলালক। সিনেমাটি প্রযোজনা করেছেন ইঞ্জিনিয়ার পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।

সারাবাংলা/এজেডএস

অরণ্য আনোয়ার পরীমণি মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর