Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ বিরতি শেষে ফিরছেন বিপাশা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৬

অন্য অনেকের মতোই কারোনার কারণে শুটিং বিরতিতে ছিলেন চিত্রনায়িকা বিপাশা কবির। অনেকেই এরমধ্যে সিনেমার শুটিং-এ ফিরলেও বিপাশার ফেরা হয়ে উঠছিলনা। তবে কবির কালাম কায়সারের পরিচালনায় ‘যার নয়নে যারে লাগে ভালো’ সিনেমার শুটিং-এ অংশগ্রহনের মধ্যদিয়ে কাজে ফিরবেন বলে নিশ্চিত করেছেন বিপাশা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তার কাজ।

বিপাশা কবির বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর ইনশাআল্লাহ আমি কাজে ফিরবো। এই সিনেমার গল্পের অন্যতম প্রধান চরিত্রে আমি অভিনয় করছি। গল্পটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। তাছাড়া কালাম কায়সার ভাই একজন অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক। তার নির্দেশনায় কাজ করাটাও আমার কাছে ভীষণ ভালোলাগার। আমি এখন গল্প এবং চরিত্রের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছি। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

বর্তমানে চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আমি চলচ্চিত্রেই কাজ করতে চাই নিয়মিত। কিন্তু এখন আগের চেয়ে তুলনায় সিনেমা খুব কম নির্মিত হচ্ছে। আমার কাছে কাজের প্রস্তাব আসলে গল্প এবং চরিত্র ভালোলাগলে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করি।’

অভিনয়ের দুনিয়ায় বিপাশা কবিরের যাত্রা শুরু লাক্স চ্যানেল আই প্লাটফর্মের মাধ্যমে। এরইমধ্যে তিনি আরো শেষ করেছেন আকাশ আচার্য্যর ‘পরাণে পরাণ বান্ধিয়া’, রেজা হাসমতের ‘জেদী মেয়ে’ ও বাপ্পী খানের ‘সোলমেট’ সিনেমার কাজ। অপূর্ব রানার ‘গিভ অ্যা- টেক’ সিনেমাতেও তিনি কাজ করছেন। বিপাশা কবির জানান তিনি ওয়েব ফিল্ম কিংবা ওয়েব সিরিজেও ধারাবাহিকভাবে কাজ করে যেতে চান। কারণ এখন বেশ ভালো বাজেটে ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

দীর্ঘ বিরতি শেষে ফিরছেন বিপাশা বিপাশা কবির

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর