‘বলি’ ওয়েব সিরিজের জন্য ন্যাড়া হলেন চঞ্চল
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৩ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫৭
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৩ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫৭
কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘বলি’ তে চুক্তিবদ্ধ হন চঞ্চল চৌধুরী। যেটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত। সিরিজটিতে নিজের লুক প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী। যেখানে তাকে ন্যাড়া মাথায় দেখা গিয়েছে।
ন্যাড়া মাথার ছবিটি পোস্ট করে চঞ্চল লিখেন, ‘বলি???? না থাক… বলবো না…’।
ওয়েব সিরিজটিতে চঞ্চলের সঙ্গে আরও অভিনয় করছেন সোহানা সাবা, সাফা কবির।
এর আগে সিরিজটিতে যুক্ত হওয়া নিয়ে এক ফেসবুক পোস্টে চঞ্চল লিখেছিলেন, ‘শংখর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শংখ মূলত পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। বলি টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারব।’
গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় চঞ্চল জি ফাইভের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
সারাবাংলা/এজেডএস