জন্মসনদে সন্তানের পিতৃপরিচয় জানালেন নুসরাত
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:১১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১২:৪৭
গেল ২৬ আগস্ট মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এদিন দুপুরে কলকাতার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সন্তান নিয়ে সবকিছু থেকে নিজেকে আড়াল করে রাখলেও এ মাসের ৮ তারিখে প্রথমবার প্রকাশ্যে এসে অনেকটা আকার ইঙ্গিতে জানিয়েছিলেন তার সন্তানের পিতৃপরিচয়। নুসরাতকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রাখা হলে নুসরাত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে।’ এবার প্রকাশ্যে এল তার ছেলের বাবার নাম। কলকাতা পৌরসভার সার্টিফিকেটে লেখা রয়েছে নুসরাতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত, অর্থাৎ যশ দাশগুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, কলকাতা পৌরসভার রেকর্ড অনুযায়ী, নুসরাত পুত্রের পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত। আর সে রেকর্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে নুসরাতের সন্তানের বাবা, যশ দাশগুপ্তই। উল্লেখ্য অভিনেতা যশ দাশগুপ্তের অফিসিয়াল নাম দেবাশিস দাশগুপ্ত, যা মাস কয়েক আগে পশ্চিমবঙ্গ নির্বাচনের হলফনামা জমা দেওয়ার সময় যশ উল্লেখ করেছিলেন তার প্রকৃত নাম, দেবাশিস দাশগুপ্ত।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে আসে যশ-নুসরাতের প্রেমের গুঞ্জন। ‘বিবাহিতা’ নুসরাতের সঙ্গে যশের প্রেম ও সহবাস নিয়ে চর্চার শেষ ছিল না। এরপর শোনা যায়, অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। গত জুন মাসে প্রকাশ্যে এসেছিল সেই খবর। কিন্তু সন্তানের পিতৃপরিচয় অস্বীকার করেন নুসরাতের স্বামী নিখিন জৈন। এরপরই সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। তবে জুন মাসে এক বিবৃতি দিয়ে নুসরাত জানান, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ’। সেই সম্পর্ককে সহবাসের নাম দিয়ে তিনি জানান, বহু আগেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। এরপর একটু একটু করে প্রকাশ্যে আসে যশ-নুসরাতের প্রেমের কাহিনি। নুসরাতের সন্তানের পিতৃত্ব আগেই অস্বীকার করেছেন নিখিল, হবু সন্তানের পিতৃপরিচয় গোপনই রেখেছিলেন যশের বান্ধবী।
সারাবাংলা/এএসজি
ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত বাবা যশ- জানালেন নুসরাত নুসরাত জাহান যশ দাশগুপ্ত