Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা কর্তনে ছাড়পত্র পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ২০:০৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ২১:১৪

বাংলাদেশের প্রথম ছবি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে অফিসিয়ালি প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছবিটি প্রদর্শনী শেষে এ সিদ্ধান্ত নেয় বোর্ড।

সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সারাবাংলাকে বলেন, বোর্ড সদস্যরা ছবিটি দেখে এতে কর্তনের মত কিছু পায়নি। এটি দেখে বোর্ড সদস্যরা এর নির্মাণের প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু সারাবাংলাকে জানান, সেন্সর বোর্ড আজ (বুধবার) ছবিটি দেখেছে এটা তারা জানেন। কিন্তু এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া না পাওয়ার ব্যাপারে অফিসিয়ালি কিছু জানায়নি। ছাড়পত্র হাতে পাওয়ার পর অক্টোবরে বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি মুক্তির পরিকল্পনা তাদের।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন।

সিনেমাটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৭ মিনিট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী প্রমুখ।

সিঙ্গাপুরের পোটোকল ও বাংলাদেশের মেট্রো ভিডিওর ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। প্রযোজনা করেছে বাংলাদেশের সেন্সমেকারস ও ফ্রান্সের জিরেল প্রোডাকশন।

সারাবাংলা/এজেডএস

রেহানা মরিয়ম নূর সেন্সর ছাড়পত্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর