এক গানেই কোটিপতি ইয়োহানি
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ২০:০৬
‘মানিকে মাগে হিথে’- এক গানই যেন ভার্চুয়াল দুনিয়ার সবকিছু ওলোট-পালট করে দিয়েছে। নেটদুনিয়ায় সুপার ভাইরাল গানের জাদুতে মজেছেন সুপারস্টার থেকে সাধারণ মানুষ। ভাষা না বুঝেও গুনগুনিয়ে চলেছেন অনেকে। কেউ আবার কোমর দোলাচ্ছেন এই সুরেই। আট থেকে আশি, সকলেই গেয়েছেন শ্রীলঙ্কার পপ তারকা ইয়োহানি ডি’সিলভার অত্যন্ত জনপ্রিয় গানটি। সেই ২০১৯ সাল থেকে ইউটিউবে একের পর এক গান করে যাচ্ছিলেন ‘মানিকে মাগে হিথে’ গায়িকা ইয়োহানি ডি’সিলভা। কিন্তু তার ভাগ্য খুলে গেল ২০২১ সালে এসে। এই এক গানেই হয়ে গেলেন সুপারহিট। তবে শুধুই কি আর সুপারহিট! ভাইরাল কন্যা ইয়োহানির ব্যাঙ্ক ব্যালেন্স এখন চোখে পড়ার মতো। শুধুই ইউটিউব থেকেই যে পরিমান টাকা তিনি রোজগার করছেন, তা নাকি খুব শীঘ্রই রেকর্ড গড়বে!
ভারতীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইউটিউব থেকে আগস্ট মাসে ইয়োহানি আয় করেছেন ৬৯ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৯ লক্ষ টাকা। তবে শুরুর দিকে ইয়োহানির ইউটিউবের রোজগার এতটা ছিল না। শুরুতে খুব কম টাকাই রোজগার করেছেন ইয়োহানি। মে মাস থেকেই ইয়োহানির রোজগার বাড়তে থাকে। আগস্ট মাসে ইউটিউব থেকে সবচেয়ে বেশি রোজগার করেন তিনি।
গত মে মাসেই প্রথম মুক্তি পায় ইয়োহানির ‘মানি কে মাগে হিথে’। প্রথমে এই গান জনপ্রিয় না হলেও, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই গান। তথ্য বলছে, জুলাইয়ের শেষ এবং আগস্টেই ভারত ও বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর জনপ্রিয়তার শীর্ষে চলে যায় এই গান। জুলাইয়ে ইউটিউব থেকে ইয়োহনির আয় ৭.৫২ হাজার ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ ৪১ হাজার টাকা।
তথ্য বলছে, গত ৭ দিনে ইউটিউব থেকে ইয়োহানি আয় করেছেন প্রায় ৩ লাখ টাকা। গত তিরিশ দিনে ইয়োহানি আয় করেছেন ৯০ লাখ ২৫ হাজার টাকার মতো। এবং গত তিন মাসে ইয়োহানির রোজগার প্রায় ১ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা।
উল্লেখ্য, মিষ্টি গায়িকা ইয়োহানি ডি’ সিলভা বহুদিন ধরেই ইউটিউব স্টার। নিজেই লেখেন গান, নিজেই দেন সুর। অনেক আগে থেকেই শ্রীলঙ্কার র্যাপার হিসেবে জনপ্রিয় ইয়োহানি। শ্রীলঙ্কার ভিতরেই বহু স্টেজ শো করে থাকেন ইয়োহানি। তবে ‘মানিকে মাগে হিথে’ তার প্রথম গান নয়, যা ভাইরাল হয়। এর আগে ‘ডেভিয়াঙ্গে বারে’ গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন ইয়োহানি। তারপর থেকেই ইউটিউবে লাইক ও সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যায় ইয়োহানির। এখন তো তিনি শ্রীলঙ্কার ‘র্যাপ প্রিন্সেস’। ‘মানিকে মাগে হিথে’ গান দিয়েই এখন তিনি জনপ্রিয়তার শীর্ষে। ইয়োহানির সঙ্গে এই গানে ছিলেন শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র্যাপার সথীশন রথনায়কা। সথীশনই প্রথমে এই গানটি গেয়েছিলেন। তারপর মে মাসে এই গানটি নতুন করে রেকর্ড করা হয় ইয়োহানির গলায়।
সারাবাংলা/এএসজি