Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিয়ানো লাউঞ্জে এবার গান শোনাবেন শফি মন্ডল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৮

সম্প্রতি চ্যানেল আইয়ের পর্দায় শুরু হয়েছে সঙ্গীত নিয়ে ভিন্নধর্মী সম্পূর্ণ নতুন এক অনুষ্ঠান ‘পিয়ানো লাউঞ্জ’। গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানের প্রথম পর্বে অংশ নিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। এবার ২য় পর্বে অংশ নেবেন জনপ্রিয় বাউলশিল্পী শফি মন্ডল। ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।

মাত্র একটি পর্ব প্রচারের মাধ্যমেই অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তা পেতে শুরু করেছে। এমনটি জানালেন অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন। বললেন, ‘ব্যান্ড তারকা ও সঙ্গীত পরিচালক মানাম আহমেদ তার সংগীত আয়োজনের যাদুকরী উপস্থাপনা দিয়ে প্রতিটি গানকে অনন্যমাত্রায় নিয়ে গেছেন’। পুরো অনুষ্ঠানটি ভিডিও পরিচালনা করেছেন হিমেল। ব্লুজ-এর তত্বাবধানে নির্মিত ‘পিয়ানো লাউঞ্জ-এর প্রধান পৃষ্ঠপোষক হাতিল।

বিজ্ঞাপন

‘পিয়ানো লাউঞ্জ’ এর প্রথম ধাপে দেশবরেণ্য ১০ জন প্রিয় সঙ্গীতশিল্পীকে নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। শিল্পী হলেন : রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মন্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে।

সারাবাংলা/এএসজি

চ্যানেল আই পিয়ানো লাউঞ্জ পিয়ানো লাউঞ্জে এবার গান শোনাবেন শফি মন্ডল শফি মন্ডল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর