Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবনের ভেতরে আরেক জীবন অর্জনের গল্প বলবে ‘স্বপ্নভুক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৪

স্বপ্ন। মানুষের একেকটি স্বপ্নকে গ্রাস করে একেকটি বাস্তবতা। আবার সে বাস্তবতায় রচিত হয় মানুষের নতুন নতুন স্বপ্ন। এই স্বপ্নের মূলে থাকে সত্য। আদিকাল থেকেই মানুষ সত্য অন্বেষী। চিরকাল সে সত্য জীবনের প্রয়োজনেই মানুষ গ্রহণ করেছে দ্বিধাহীনভাবে। এই সত্যই আলোকিত করে মানুষের প্রার্থিত জীবন। জীবনের আবশ্যিক শর্ত যে সপ্রাণতা, সেই বিশিষ্ট চিরচঞ্চল দিকটি নিজের প্রয়োজনেই সৃষ্টি করে নেয় ভিন্নতর গঠন-সংজ্ঞা, নিজের গন্তব্য অনুযায়ী ঠিক করে নেয় দিকলক্ষ এবং গতি। এমনই এক জীবনের ভেতরে আরেক জীবন অর্জনের গল্প বলবে ‘স্বপ্নভুক’।

বিজ্ঞাপন

কোভিডের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসছে দেশের নাট্যাঙ্গনে। আর এই সময়ে দেশের নাট্যাঙ্গনের বিকল্প প্রয়াসের নাট্য দল ‘আপস্টেজ’ নিয়ে এলো তাদের ২য় প্রযোজনা ‘স্বপ্নভুক’। সৈয়দ শামসুল হক এর ‘জনক ও কালোকফি’ উপন্যাস অবলম্বনে নাটক ও নির্দেশনায় সাইফ সুমন। ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর শুভারম্ভ হতে চলেছে।

বিজ্ঞাপন
‘স্বপ্নভুক’ নাটকের মহড়া

‘স্বপ্নভুক’ নাটকের মহড়া

‘স্বপ্নভুক’ প্রসঙ্গে এর নাটককার ও নির্দেশক সাইফ সুমন বলেন, “সৈয়দ শামসুল হক এর ‘জনক ও কালোকফি’ উপন্যাস অবলম্বনে লেখা নাটক ‘স্বপ্নভুক’। উপন্যাসটি ১৯৬৩ সালে লিখেছিলেন তিনি। লেখক নিজেই এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন ‘দ্য ড্রিমইটার’ নামে, প্রকাশিত হয়েছিল ষাটের দশকেই বাংলা একাডেমির ইংরেজি সাহিত্যপত্রে। উপন্যাসজুড়ে রয়েছে ঘটনার বর্ণনা এবং সেই ঘটনার ফলে ব্যক্তিমনের অবস্থা ও তার দার্শনিক মনোবিশ্লেষণ। উপন্যাসটি পাঠ করতে করতেই মাথায় ভাবনা চলে আসে এটি নিয়ে মঞ্চে কাজ করার। সৈয়দ হকের ভাষার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। নাটকে তাঁর গদ্য-ভাষাটাই রাখতে চেষ্টা করেছি। নাটকে ব্যবহৃত কবিতাগুলো সৈয়দ শামসুল হক ও সুমন মজুমদার রচিত।”

‘স্বপ্নভুক’ নাটকে অভিনয় করছেন ‘কবি’ চরিত্রে মোহাম্মদ বারী এবং ‘ছায়া’ চরিত্রে এস আর সম্পদ

‘স্বপ্নভুক’ নাটকে অভিনয় করছেন ‘কবি’ চরিত্রে মোহাম্মদ বারী এবং ‘ছায়া’ চরিত্রে এস আর সম্পদ

সাইফ সুমন আরও বলেন, “গত কয়েক বছর থেকে, বাইরের ঘটনার চেয়ে মানুষের মনের অন্তর্গত ঘটনাগুলোতেই আমার কৌতুহল উদ্দীপিত হচ্ছে বোধকরি। ‘ক্ষমতার রাজনীতি’ নিয়ে আমরা যতটা ভাবিত, ‘সম্পর্কের রাজনীতি’গুলো ততটাই গুরুত্বহীন আমাদের কাছে। আমাদের অন্তর্গত জগতে গণ্ডগোল আছে বলেই সময়ের এই হাহাকার অবস্থা। দেশ-রাজনীতির কিছুই পরিবর্তন হবে না যতদিন না মানুষ, মানুষ হচ্ছে। বোধকরি সেই মানুষ-ভজন, তার ব্যক্তি-জীবন বীক্ষণ উপেক্ষিত থেকেছে আমাদের থিয়েটারে।”

সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাইফ সুমন বললেন, ‘করোনাকাল আমাদের ভ্যাবাচ্যাকা করে দিয়েছে বটে, কিন্তু দমাতে পারেনি। থিয়েটার চর্চার অদম্য বাসনা আমাদের তাড়িয়ে বেড়ায় সর্বদায়, এই প্রযোজনা এরই ফলশ্রুতি। পরিকল্পনায় বরাবরই যারা থাকেন তাদের পাশাপাশি এবার পেয়েছি পোশাকে স্বনামখ্যাত ওয়াহিদা মল্লিক জলি, সঙ্গীতে অসীম কুমার নট্ট, শ্রদ্ধা ও প্রণতি জানাই সবাইকে। জয় হোক মানুষের। জয় হোক থিয়েটারের।’

‘স্বপ্নভুক’ নাটকের পোস্টার

‘স্বপ্নভুক’ নাটকের পোস্টার

‘স্বপ্নভুক’ নাটকে অভিনয় করছেন ‘অনুস্বর’ নাট্যদলের দুই অভিনেতা- ‘কবি’ চরিত্রে মোহাম্মদ বারী এবং ‘ছায়া’ চরিত্রে এস আর সম্পদ। মঞ্চ পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ (অনুস্বর), সঙ্গীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট (দেশ নাটক), আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস (নাগরিক নাট্যসম্প্রদায়), পোষাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি (ঢাকা বিশ্ববিদ্যালয়), বিশেষ শরীরী ভঙ্গিতে অনিকেত পাল বাবু (পালাকার), পোস্টার পরিকল্পনায় চারু পিন্টু (পালাকার), প্রকাশনা পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ, আবহসঙ্গীতে আবির সায়েম (অনুস্বর), গানের কন্ঠ- ইমামুর রশিদ খান এবং প্রযোজনা অধিকর্তা প্রশান্ত হালদার।

সারাবাংলা/এএসজি

‘জনক ও কালোকফি’ অনুস্বর আপস্টেজ জীবনের ভেতরে আরেক জীবন অর্জনের গল্প বলবে ‘স্বপ্নভুক’ মোহাম্মদ বারী সাইফ সুমন সৈয়দ শামসুল হক স্বপ্নভুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর