Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপু রায়হানের ‘আবার নতুন করে’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪১

তরুণ কণ্ঠশিল্পী দীপু রায়হানের প্রথম মৌলিক গান ‘আবার নতুন করে’ প্রকাশিত হয়েছে। সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে এটি মুক্তি পেয়েছে।

দীপু রায়হান দীর্ঘদিন ধরেই বরগুনায় ব্যান্ড চালাচ্ছেন। তিনি আগন্তুক ব্যান্ডের ভোকাল। এই গানের মাধ্যমে অডিও ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হলো।

গানটির কথা লিখেছেন রণক ইকরাম। এআর রাব্বির সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজ হৃদয়। আর গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন টিকটক-লাইকিখ্যাত প্রিন্স মামুন ও নুসরাত। ফিল্মম্যানিয়াকের পরিচালনায় গানটি মূলত ‘ইমপসিবল লাভ’ শীর্ষক একটি শর্টফিল্মের গান।

এই গান প্রসঙ্গে দীপু রায়হান বলেন, ‘অনেকদিন ধরে গান করছি। এই গানের মাধ্যমে মূল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হলো। লায়নিককে ধন্যবাদ আমাকে সুযোগ দেয়ার জন্য। একই ব্যানারে আমার আরো গান রয়েছে মুক্তির অপেক্ষায়। আশা করছি শ্রোতারা সেগুলো পছন্দ করবেন।’

অন্যদিকে প্রিন্স মামুন নিজের ও বন্ধু বান্ধবের ইউটিউব চ্যানেলে নিয়মিত পারফর্ম করলেও অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এবারই প্রথম কাজ করলেন।

কাজ প্রসঙ্গে প্রিন্স মামুন বলেন, ‘আসলে টিকটক-লাইকি বললেই সবার সামনে একটা নেগেটিভ ভাইব তৈরি হয়। আমি বলবো আমাদেরকে সুযোগ দেয়া হোক, আমরা সেই পজিটিভিটি তৈরি করবো। আমরা অন্য আট-দশজনের মতো স্বাভাবিক কাজ চালিয়ে যেতে চাই।’

শিগগিরই একই ব্যানারে ‘ইমপসিবল লাভ’ শর্টফিল্মটি মুক্তি পাবে।

সারাবাংলা/এজেডএস

আবার নতুন করে দীপু রায়হান