Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানের পিতৃপরিচয় জানালেন নুসরাত

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩০

গেল ২৬ আগস্ট মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এদিন দুপুরে কলকাতার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। এরপর পেরিয়ে গেছে ১৩ দিন। সন্তান নিয়ে সবকিছু থেকে নিজেকে আড়াল করে রাখলেও বুধবার প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। ধূসর রঙা ওয়ান শোল্ডার অ্যাসেমিট্রিক্যাল গাউনে কলকাতার এক স্যালোঁ-র উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন নুসরাত। আর তাই, নুসরাতের উপস্থিতি ঘিরে সেখানে ছিল উপচে পড়া ভিড়। যথারীতি সন্তানের পিতৃপরিচয় বিতর্ক পিছু ছাড়ল না তার। সাংবাদিকদের কঠিন প্রশ্নের হাসিমুখে জবাব দিলেন তিনি।

বিজ্ঞাপন

সন্তানের জন্মের পর জীবন পুরোপুরি বদলে গিয়েছে নুসরাতের। তিনি বললেন, ‘২৬ আগস্টের আগে এবং পরে আমার জীবনের ইতিহাস, ভূগোল সবটাই পালটে গিয়েছে… আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি, এটা নতুন একটা জীবন বলতে পারেন’। জানালেন ঈশানকে নিয়েই এখন সারাটা দিন কাটছে তার। তবে জনপ্রতিনিধি হিসাবেও নিজের দায়িত্বে সম্পর্কে সচেতন তিনি, এদিন জানান নুসরাত। এত দ্রুত কাজে ফেরার প্রসঙ্গে নুসরাত জানান, ‘আমার নিজের প্রতি, পরিবারে প্রতি এবং আমার মানুষজনের প্রতি দায়িত্ব রয়েছে, তাই আমাকে তো কাজে ফিরতেই হবে।’

বিজ্ঞাপন

নুসরাতকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রাখা হলে নুসরাত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে।’

নুসরাতের এই বক্তব্যে পরোক্ষভাবে অনেকটা স্পষ্ট হয়ে গেল তার সন্তানের পিতৃ পরিচয়। সন্তানের বাবা-র সঙ্গেই ঈশানের দেখভালের দায়িত্ব পালনের কথা বলেন। আর পরের লাইনেই যশের নাম নেন নুসরাত।

সারাবাংলা/এএসজি

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান যশ দাশগুপ্ত সন্তানের পিতৃপরিচয় জানালেন নুসরাত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর