Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে সিনেমা দেখা যাবে বিনামূল্যে


১৩ ডিসেম্বর ২০১৭ ১৫:০২

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

বিজয় দিবস উপলক্ষে সারা দেশে মুক্তিযুদ্ধের সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। ছবিগুলো হলো চাষী নজরুল ইসলাম পরিচালিত স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১জন’, তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’, প্রয়াত কথাসিাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ এবং নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত সিনেমা ‘গেরিলা’।

দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এসব ছবি দর্শকরা দেখতে পাবেন বিনামূল্যে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা ১৪ নভেম্বরের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে। ২৬ নভেম্বর এ বিষয়ক একটি চিঠি প্রকাশ করেছে মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ‘ঢাকাসহ সারা দেশের সকল সিনেমা হলে চারটি চলচ্চিত্র বিনামূল্যে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে প্রদর্শনের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

যেহেতু দেশের অধিকাংশ হলে জাজ মাল্টিমিডিয়ার প্রজেক্টর বসানো, তাই মন্ত্রণালয়ের একটি চিঠি দেয়া হয়েছে জাজ মাল্টিমিডিয়াতেও।

জাজ-এর প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন বলেন, ‘চিঠি আমরা হাতে পেয়েছি, সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। সরকার সারা দেশেই সিনেমা প্রদর্শন করার জন্য অনুরোধ করেছেন, তাই এর ব্যবস্থা নিতে একটু সময় লাগবে।’

১৫ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পাবে মালেক আফসারী পরিচালিত এবং জায়েদ খান, পরিমণী অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবিটি। তাহলে কী ছবিটি ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে প্রদর্শন বন্ধ থাকবে? এ প্রসঙ্গে খোকন বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। দিনটি উদযাপনের জন্য একদিন ছবিটি প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত সবাই আন্তরিকতার সঙ্গেই নিয়েছে।’

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের ছবি চারটি রাজধানী ও রাজধানীর বাইরে কোথায় কোনটি প্রদর্শিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

সারাবাংলা/পিএ/তুসা

বিজয় দিবস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর