Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোশাররফ করিম-মমর ‘ভালোবাসা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৩:১১

বেশ কয়েকটি ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন দুই গুনী শিল্পী মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। তবে তারা দু’জন প্রথম যে ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন, তা এখনো প্রচারে আসেনি। ‘ভালোবাসা’ শিরোনামে চার পর্বের একটি ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেন তারা। তাদের দু’জনেরই এটি প্রথম ওয়েব সিরিজ ছিলো, এমনটাই জানালেন এই ওয়েব সিরিজের নির্মাতা আবু হায়াত মাহমুদ। মুনতাহা বৃত্তার গল্পে এই ওয়েব সিরিজটি শিগগিরই প্রচারে আসবে। তবে কোন প্লাটফর্মে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

এই ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ভালোবাসা শব্দটি শুনলেই বুঝা যায় আসলে গল্পটি কেমন হতে পারে তাই গল্পটা বলছিনা। আবু হায়াত মাহমুদ বেশ যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করে। বলা যায় ভালোবাসা ঠিক তেমনি ভালোবাসা দিয়ে বানানো। মম নিজের চরিত্রে প্রাণবন্ত অভিনয় করার চেষ্টা করেছে। মম নি:সন্দেহে একজন ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ সবসময়ই বেশ চমৎকার হয়ে উঠে।’

মম বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে। আবু হায়াত মাহমুদের নির্দেশনায় আরো বেশ কয়েকটি কাজ করেছি আমি আর মোশাররফ ভাই। ভালোবাসা ওয়েব সিরিজটি আশা করছি দর্শকের ভালোলাগবে।’

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, মোশাররফ করিম ও মম স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। উল্লেখ্য তার নির্দেশনায় মোশাররফ করিম ও মম ‘রেড অ্যালার্ট’, ‘স্বর্ণমানব’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। মোশাররফ করিম অভিনীত সবচেয়ে আলোচিত, দর্শকপ্রিয় ওয়েব সিরিজ হচ্ছে ‘মহানগর’। এতেও মম অভিনয় করেছিলেন।

সারাবাংলা/এএসজি

আবু হায়াত মাহমুদ ওয়েব সিরিজ জাকিয়া বারী মম মোশাররফ করিম মোশাররফ করিম-মমর ‘ভালোবাসা’

বিজ্ঞাপন

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর