Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশকে নিয়ে হাসপাতালে নুসরাত, মা হচ্ছেন কালই!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ১৭:২৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ ১৭:৩০

মা হতে চলেছেন টলিউড নায়িকা ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তারকা সাংসদের মা হওয়ার খবরে শিলমোহর পড়েছিল দিন কয়েক আগেই। সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায় নুসরাত জাহানের বেবি বাম্পের ছবি। কিন্তু সেই নিয়ে কোনও মন্তব্য করেননি টলিউডের এই তারকা। নিখিল আগেই ওই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন, অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে নায়িকার প্রেম এখন টলিউডের ওপেন সিক্রেট। এরইমধ্যে অনেকটা প্রকাশ্যেই নিজেদের সম্পর্কের কথা জানিয়ে দিয়েছেন নুসরাত ও যশ। এর আগে, শোনা গিয়েছিল আগামী মাসেই অর্থাৎ সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নুসরাত জাহান। কিন্তু সম্প্রতি জানা গেছে সেপ্টেম্বর নয়, আগস্টেই মা হচ্ছেন নুসরাত। এবং সেটা বৃহস্পতিবারই। আর এ কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, আর মাত্র ঘণ্টাখানেকের অপেক্ষার পরেই সুখবর পাবেন সকলে! ২৬ আগস্ট (বৃহস্পতিবার) দিনটাই মা হওয়ার জন্য বেছে নিয়েছেন নুসরাত জাহান। সূত্রের খবর বুধবারই প্রেমিক-বন্ধু যশকে সঙ্গে নিয়ে শহরের এক নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন তিনি। আজ গোটা দিন সেখানে থাকার পর কাল (বৃহস্পতিবার) সকাল সকাল সন্তানের জন্ম দেবেন।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে আরও জানা গিয়েছে, নুসরাত তার চিকিৎসককে অনুরোধ করেছেন, যেন সার্জারির সময় যশ তার পাশে থাকেন। যদিও সন্তানের পিতা যশ কি না, সে উত্তর নায়িকা দেননি। বলা ভালো, প্রয়োজন মনে করেননি। যদিও নুসরাতের বিগত কয়েক মাসের ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে ‘বিশেষ বন্ধু’ যশের সঙ্গেই ছিলেন তিনি পুরো সময়টা।

এদিকে মঙ্গলবার রাতেও যশের সঙ্গে কলকাতার এক নামী রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন নুসরাত। এবারও তারা একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি। বরং, ইনস্টাগ্রাম স্টোরিতে একই লোকেশন থেকে একই সময়ে আলাদা আলাদা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন একসঙ্গে থাকার কথা।

চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে আসে যশ-নুসরাতের প্রেমের গুঞ্জন। ‘বিবাহিতা’ নুসরাতের সঙ্গে যশের প্রেম ও সহবাস নিয়ে টলিপাড়ায় চর্চার শেষ ছিল না। তবে জুন মাসে এক বিবৃতি দিয়ে নুসরাত জানান, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ’। সেই সম্পর্ককে সহবাসের নাম দিয়ে তিনি জানান, বহু আগেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। নুসরাতের সন্তানের পিতৃত্ব আগেই অস্বীকার করেছেন নিখিল, হবু সন্তানের পিতৃপরিচয় গোপনই রেখেছেন যশের বান্ধবী।

সারাবাংলা/এএসজি

অন্তঃসত্ত্বা নুসরাত নুসরাত জাহান যশ দাশগুপ্ত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর