Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ দিনে শেষ হয়েছে ‘অমানুষ’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৭:৫৪

১৪ বছরের দুই পুরানো বন্ধু মিথিলা ও নিরব অভিনয় করেছেন ‘অমানুষ’-এ। এ ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজী নওশাবা। অনন্য মামুন পরিচালিত ছবিটির প্রথম অংশের শুটিং হয়েছিলো গত ১ এপ্রিল থেকে। তবে করোনার কারণে লকডাউন শুরু হলে অল্প কদিনের কাজ বাকি রেখে শুটিং বন্ধ করে দিতে হয়েছিলো।

অবশেষে শুটিং শেষ হয়েছে ‘অমানুষ’। নায়ক নিরব জানান, আগেই তারা ৯৫ শতাংশ শুটিং শেষ করেছিলেন। এখন বাকি শুটিং শেষ হলো। আগে পরে মিলে মোট ২৩ দিনে পুরো ছবির শুটিং শেষ হলো।

বিজ্ঞাপন

থ্রিলার গল্পের ছবি ‘অমানুষ’। যে গল্পে ভালো মানুষের মন্দ হয়ে যাওয়া কথা বলা হবে। এতে নিরব ও নওশাবা দুজনকে ডাকাতের ভূমিকায় দেখা যাবে। পরিচালক মামুনের গল্পে ছবির সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।

মিথিলা, নিরব ও নওশাবা ব্যতীত ছবিটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু।

সারাবাংলা/এজেডএস

অনন্য মামুন অমানুষ নওশাবা নিরব মিথিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর