করোনায় চলে গেলেন সাজু খাদেমের মা
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১৬:৪৭ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১৭:০১
১৫ আগস্ট ২০২১ ১৬:৪৭ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১৭:০১
বাংলাদেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম তার মাকে হারিয়াছেন। সাজু খাদেমের মা তহুরেন্নেসা করোনায় আক্রান্ত ছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
নাসিম বলেন, ‘সাজু খাদেমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সেখানেই মাকে সমাহিত করা হবে।’
সারাবাংলা/এজেডএস