Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালনের গীতিকবিতায় মিজানের ‘যতদূরে যাও’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৫:১৪

পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ বাপ্পীর কাব্যমালায় আসছে নতুন গান ‘যতদূরে যাও’। গানটিতে কণ্ঠ দিয়েছেন রকস্টার খ্যাত মিজান রহমান। সুর ও সঙ্গীতায়োজনে রাজিব হোসাইন। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিকে স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে দেওয়ান লালন আহমেদ বাপ্পী জানান, ‘প্রিয়তমার অসহ্য বিরহ বেদনায় কাতর হৃদয়ের অভিব্যক্তি হচ্ছে ‘যত দূরে যাও’ গানটি। বেদনার চোরাবালিতে ডুবে যাওয়া এক প্রেমিক হৃদয়ের আর্তনাদের গান এটি। আমি আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

বিজ্ঞাপন

মিজান রহমান জানালেন, ‘লালনের কাব্যমালায় কি যেন একটা আছে, যা হৃদয়ের কোনে গিয়ে ঘুরপাক খায়। তার গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। ‘যত দূরে যাও’ শিরোনামের গানটি খুব প্রাণখুলে গাওয়ার চেষ্টা করেছি। বাকিটা রিলিজের পর শ্রোতাদের বিবেচনা।

উল্লেখ্য, বীরাঙ্গনা, পঁচিশে মার্চ, জাতির পিতাকে নিয়ে ‘শেখ সাহেব’, ‘মা’, পাসওয়ার্ডসহ একাধিক গান লিখে ইতোমধ্যে নিজস্ব শ্রোতাবলয় তৈরি করেছেন দেওয়ান লালন আহমেদ বাপ্পী। ‘পাসওয়ার্ড’ গানের জন্য ২০২০ সালের সেরা গীতিকার হিসেবে  ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ জিতে নেন তিনি। দেওয়ান লালন আহমেদ বাপ্পীর এ পর্যন্ত সাতটি বই প্রকাশিত হয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১১ আগস্ট তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘যতদূরে যাও’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশী বিদেশী একাধিক অ্যাপে।

সারাবাংলা/এজেডএস

যতদূরে যাও রাজীব লালন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর