‘বৈজু বাওরা’ থেকে দীপিকাকে বাদ দিচ্ছেন বানশালি!
৮ আগস্ট ২০২১ ১৪:১৮ | আপডেট: ৮ আগস্ট ২০২১ ১৪:২০
সাম্প্রতিক সময়ে বলিউড ইন্ডাস্ট্রিতে সঞ্জয় লীলা বানশালির ছবির নায়িকা মানেই দীপিকা পাডুকোন। এর মধ্যে বানশালির পরিচালনায় তিনটি ছবিতে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার জিতে নিয়েছিলেন দীপিকা। বানশালির এই ছবির সাফল্য তার কেরিয়ারকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। পাশাপাশি এই তিনটি ছবিতে অভিনয় করেছিলেন রণবীর সিং-ও। দর্শকদের কাছেও দারুণভাবে গৃহীত হয়েছে দীপিকা-রণবীরের স্ক্রিন রসায়ন। বানশালির পরবর্তি ছবি ‘বৈজু বাওরা’-তে আবারো একবার এই জুটির স্ক্রিন শেয়ারের খবরে নড়েচড়ে বসেছিল বলিউড। রণবীর তো বটেই, ‘বৈজু বাওরা’-তে দীপিকার অভিনয়ের বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি ছিল। কিন্তু তা আর হলো না। খবর, একেবারে শেষমুহূর্তে ছবি থেকে বাদ পড়লেন দীপিকা!
ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, পারিশ্রমিকের অংক নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে পরিচালক এবং নায়িকার মধ্যে। নিজের অন্যান্য ছবির মতোই এই ছবিরও অন্যতম প্রযোজক বানশালি স্বয়ং। তাই তার কাছে নাকি ছবির নায়ক রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। এক টাকা বেশিও নয়, কমও নয়।
শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের পারিশ্রমিকের অঙ্কটা বেশ চড়া। দীপিকারও কম কিছু নয়। তবে রণবীরের কাছাকছি নয়। তাই এখন যদি প্রযোজককে ছবির নায়িকাকেও ছবির নায়কের সমান পারিশ্রমিকের অঙ্ক দিতে হয় তাহলে ছবির বাজেট একলাফে বেড়ে যাবে কয়েক গুণ। যার কারণে সমস্যায় পরতে হচ্ছে প্রযোজক সংস্থাকে। তবু আপ্রাণ চেষ্টা করেছিলেন বানশালি। কিন্তু দীপিকাকে নাকি তার সিদ্ধান্তের থেকে সরানো যায়নি। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না থাকায় দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি দুজনের কেউই।
সারাবাংলা/এএসজি