Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রনাথের গল্প নিয়ে নাটক ‘ প্রতিবেশিনী’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ১৫:৪৯

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘প্রতিবেশিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটিতে নাট্যরূপ দিয়েছেন অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ। আবুল হায়াতের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তারিন, শাহরিয়ার নাজিম জয়, কে এস ফিরোজ জয় প্রমুখ।

গল্পের নায়ক ‘প্রতিবেশিনী’ এক বাল্যবিধবার প্রেমে পড়েছেন। নাম তার জ্যোতি। তখনও ভারতবর্ষে হিন্দু স¤প্রদায়ের মধ্যে বিধবা বিবাহের প্রচলন তেমনভাবে হয়ে উঠেনি। ফলে গল্পের নায়কের দূর থেকে তার প্রেমিকার পূজা ছাড়া আর কিছুই করার ছিল না। এদিকে তার বন্ধুর এ সময় কবিতা লেখার বাতিক হয়, প্রেমের কবিতা। সেই সব কবিতা সম্পাদনা করে দিত গল্পের নায়ক। একদিন সে ঠিক করল, বিধবা বিবাহ প্রচলন করার জন্য সে সমাজ সংস্কারে নামবে। এ নিয়ে তার কবি বন্ধুর সাথে তর্কও হয়ে যায়। এমন সময় জানা যায় তার কবি বন্ধুটি এক বিধবার প্রেমে পড়েছে এবং তাকে বিয়ে করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

গল্পের নায়ক মহা উৎসাহে বন্ধুকে সাহায্য করার উদ্যোগ নেয় এবং তাকে আর্থিক সহযোগিতা করে। অবশেষে সে তার বন্ধুর কাছ থেকে মেয়েটির পরিচয় জানতে চায়। বন্ধুটি জানায় যে সে তার প্রতিবেশিনীকে বিয়ে করতে যাচ্ছে।

নায়কের সম্পদনা করা কবিতাগুলো পড়েই সেই মেয়ে তার বন্ধুর প্রেমে পড়ে যায়। এই কথা শুনে নায়কের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রতিবেশিনী’।

নাটকটি এটিএন বাংলায় শুক্রবার (৬ আগস্ট) রাত ৮ টা ৫০ মিনিটে প্রচার হবে।

সারাবাংলা/এজেডএস

এটিএন বাংলা প্রতিবেশিনী রবীন্দ্রনাথ ঠাকুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর