Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয়ের জায়গায় কার্তিক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ আগস্ট ২০২১ ২১:১৮

২০০৭ তে মুক্তি পেয়েছিলো কমেডি ঘরানার ছবি ‘ভুল ভুলাইয়া’। ছবিতে অক্ষয় কুমারের অনবদ্য অভিনয় ও তার সঙ্গে বিদ্যা বালানের রসায়ন আজো দর্শকদের মনে রয়েছে। ছবিটির সিক্যুয়েল নির্মিত হচ্ছে। ‘ভুল ভুলাইয়া ২’-এ অভিনয় করতে যাচ্ছেন কার্তিক আরিয়ান।

কার্তিক আরিয়ান এ মুহুর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতাদের একজন। তিনি বর্তমানে শুটিং করছে একতা কাপুরের পরবর্তী ছবি ‘ফ্রিড্ডি’তে। খুব শিগগিরই তিনি ছবিটি থেকে বিরতি নিবে এবং ‘ভুল ভুলাইয়া ২’-এর সেটে ঢুকবেন।

বিজ্ঞাপন

বলিউড হাঙ্গামার খবরে বলা হচ্ছে, আগামী ১০ আগস্ট থেকে কার্তিক সেটে ঢুকবেন। তার পরিকল্পনা আগামী মাসের মধ্যে শুটিং শেষ করার।

এ ছবিতে কার্তিকের সঙ্গে অভিনয় করছেন টাবু, কারিয়া আদভানি। আরও আছেন অমর উপাধ্যায় ও রাজপাল যাদব। জানা গেছে, কোভিড-১৯ দুনিয়া থেকে এখনও বিদায় না নেওয়ায় তারা সকল স্বাস্থ্যবিধি মেনে শুটিং করবেন। এর জন্য একই সময়ে দুটি শুটিং সেট ব্যবহার করা হবে।

অক্ষয় অভিনীত ‘ভুল ভুলাইয়া’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। সিক্যুয়েল পরিচালনা করছেন অ্যানিই বাজমি।

সারাবাংলা/এজেডএস

কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর