Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে দ্রুততম ভিউ রেকর্ড নিশো-তিশার ঘরে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ২০:৪৮

এবারের ঈদে দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুলো আফরান নিশো-তানজিন তিশা জুটির ‘এক মুঠো প্রেম’।

সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র ১২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পার করলো। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির পরিচালক জাকারিয়া সৌখিন ও প্রযোজক এসকে সাহেদ আলী।

সিএমভি প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

‘এক মুঠো প্রেম’র গল্প গড়ে উঠেছে একজন কবি এবং তার প্রেমময় বর্ণিল জীবন নিয়ে। রোমান্টিক কমেডি ঘরানার এই নাটকটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। ফেসবুকে বাংলা নাটকের গ্রুপগুলোতেও প্রশংসিত হচ্ছে ‘এক মুঠো প্রেম’।

নাটক প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘দর্শকরা দারুণভাবে নাটকটি উপভোগ করছে জেনে ভালো লাগছে। ভিউ একটা ফ্যাক্টর। ভিউ মানে ভিউয়ার্স। সুতরাং দ্রুততম সময়ে নাটকটি মিলিয়ন ভিউয়ার লুফে নিয়েছে, এটা একটা আনন্দের উপলক্ষ অবশ্যই।’

অন্যদিকে ‘এক মুঠো প্রেম’ সামগ্রিকভাবে ভিউয়ের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে আছে। কারণ এর আগে রোজার ঈদে মোশাররফ করিম ও তানজিন তিশার ‘গল্পটা অন্যরকম’ ১১ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল।

সারাবাংলা/এজেডএস

আফরান নিশো এক মুঠো প্রেম তানজিন তিশা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর