বাড়িতেই সার্ভার ও ৭০টি পর্ন ভিডিও, কিছুই কি জানতেন না শিল্পা!
২২ জুলাই ২০২১ ১৮:০৯
একের পর ফাঁস হয়ে পড়ছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার কুকীর্তি। তার পর্ন ভিডিও কেসে নতুন তথ্য- বৃহস্পতিবার (২২ জুলাই) রাজ-শিল্পার বাড়িতে অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। আর সেখানেই তাদের হাতে উঠে এল ৭০টি পর্ন ভিডিও। এগুলি বিভিন্ন প্রোডাকশন হাউজের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন রাজ কুন্দ্রার ব্যক্তিগত সহকারী উমেশ কামাত। একই সাথে রাজ-শিল্পার বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ।
মুম্বাই পুলিশ সুত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তদন্তে রাজ কুন্দ্রা সেভাবে সাহায্য করছেন না। তদন্তের খাতিরেই রাজ কুন্দ্রার সঙ্গে জড়িত সমস্ত মানুষ পুলিশের সন্দেহের নিশানায়। আর সেই কারণেই রাজের বাড়িতে বার বার হানা দিচ্ছে মুম্বাই পুলিশ।
খবর অনুযায়ী, রাজের বাড়ি থেকে পাওয়া সার্ভার ইতিমধ্যেই ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই রাজের ইউকে-র কোম্পানিতে ভিডিও পাঠানো হতো কিনা। এছাড়াও পুলিশের পক্ষ থেকে শিল্পা-রাজের গত দু’মাসের ব্যাঙ্কে টাকা লেনদেনের বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।
এর আগে, পুলিশের হাতে এসেছে রাজ কুন্দ্রা এবং তার প্রাক্তন পিএ উমেশ কামাতের হোয়াটসঅ্যাপ চ্যাট। এই হোয়াটস অ্যাপ চ্যাট থেকে জানা গিয়েছে তারা এই ভিডিওগুলো রাখার জন্য সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন। সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা।
এদিকে, মুম্বাই পুলিশের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, এই চক্রের মূল হোতা রাজ কুন্দ্রাই। আর তার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে। তবে, সঙ্গে একটা প্রশ্নও উঠছে, সত্যি কি এই ব্যাপারে কিছু জানতেন না শিল্পা। বাড়িতে থাকা পর্ন ভিডিওগুলো কী করে তার অজানা থাকতে পারে!
প্রসঙ্গত, সোমবার রাতে গ্রেফতারের পর থেকেই পুলিশি হেফাজতে রয়েছেন রাজ কুন্দ্রা। তাকে ঘণ্টায় ঘণ্টায় জিজ্ঞাসাবাদ করছেন মুম্বাই পুলিশের গোয়ান্দারা। পাশাপাশি পুলিশের সন্দেহের নজরে আছেন রাজের স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিও। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান রাজের এই পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন শিল্পা শেঠিও। যদিও শিল্পার বিরুদ্ধে এই নিয়ে কোনও জোরাল প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত করতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে এমন কিছু তথ্য এসেছে, যার ফলে নাম জড়িয়ে যেতে পারে শিল্পারও।
সারাবাংলা/এএসজি