পূর্ণ বিশ্রামে কাটবে আরিফিন শুভর ঈদ
২০ জুলাই ২০২১ ২১:৫৬ | আপডেট: ২০ জুলাই ২০২১ ২২:১২
ইনজুরি যেন পিছুই ছাড়ছে না আরিফিন শুভর। ২০১৩ তে অগ্নি ছবির শুটিংয়ের সময় কাঁধে আঘাত পেয়েছিলেন। সে আঘাতের কারণে অপারেশন করাতে হয়েছিলো তার। এখনও এ নিয়ে নিয়মিত চিকিৎসা নিতে হয়। ২০১৯ এ এসে পুনরায় ইনজুরির শিকার হন শুভ। এবার ‘মিশন এক্সট্রিম’ ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে। সিক্স প্যাক বডি বানাতে গিয়ে নিয়মিত জিম করছিলেন শুভ। দুর্ঘটনাক্রমে পায়ের লিগামেন্ট ছিড়ে যায় তার।
সেসময় মাস দুয়েকের চিকিৎসা ও বিশ্রামে সুস্থ হয়েছিলেন শুভ। কিন্তু পুরোনো আঘাত বলে কথা, বার বার ফিরে আসে। এবারও তাই হল। পায়ের লিগামেন্টের ব্যাথাটা ভয়ংকর আকারে বেড়েছে শুভর। হাঁটতে চলতে অনেক কষ্ট হচ্ছে।
সারাবাংলার সঙ্গে আলাপচারিতায় শুভ জানান, ‘আমি ডাক্তার দেখিয়েছি। তিনি কিছু টেস্ট দিয়েছেন। এখনও রেজাল্ট হাতে আসেনি। সেগুলো দেখার পর হয়ত জানাবেন কী করতে হবে। তবে ঈদের পুরো সময়টা বিশ্রামে কাটাতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঈদ নিয়ে তো বেশ কিছু পরিকল্পনা ছিল। পরিবারের সঙ্গে স্বল্প পরিসরে হলেও আনন্দ করতাম। তাছাড়া হুট-হাট কিছু পরিকল্পনা তো থাকেই। এবার তার কিছুই করতে পারলাম না।’
তবে শুভ আশা করছেন তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।
ঈদের পর শুভ শুটিং করবেন রায়হান রাফি পরিচালিত ছবি ‘নূর’-এর। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
আরিফিন শুভ জানালেন, ‘নূর’-এ এমন একটি চরিত্রে তাকে দেখা যাবে যা আগে কখনই তিনি করেননি। এ ছবিটি নিয়ে রাফির সঙ্গে তার কথা চূড়ান্ত হয়েছিল সাত মাস আগে।’
শুভ বলেন, ‘কথা চূড়ান্ত হওয়ার পর কোভিড পরিস্থিতির কারণে আমরা শুটিং শুরু করতে পারছিলাম না। এরপর আবার নিজের কোভিড হল, আমি বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ে মুম্বাই চলে গেলাম। সেখান থেকে ভারত অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছি কিছুদিন আগে। এখন বাকি শুটিং সেপ্টেম্বর ও অক্টবরে। মাঝের সময়টায় আমরা নূর’র শুট করবো।’
‘নূর’ শেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-এর বাংলাদেশ অংশের শুটিং করবেন আরিফিন শুভ। এতে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।
সারাবাংলা/এজেডএস