Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তানভীন সুইটি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৬:৩৫

অভিনেত্রী তানভীন সুইটি

আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাথী’। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত নাট্যাভিনেত্রী তানভীন সুইটি। ঈদের পঞ্চম দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আইভানহো মুকিত-এর রচনায় জীবন ঘনিষ্ঠ এই গল্পের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ময়ূখ বারী।

অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘আমাদের সমাজে নারীদেরকে মূলত দেখা হয় পুরুষের সাথী হিসেবে। কিন্তু একজন নারীও পারে, সাথীর ভূমিকা পাড়ি দিয়ে সারথীর ভূমিকায় বসে সফলভাবে তার বাহনকে গন্তব্যে নিয়ে যেতে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে সাথী। এই ধরনের সমাজ সচেতনতামূলক গল্পে কাজ করার দায়িত্ব বলেই মনেকরি আমি। আমি আমার ভীষণ ভালোলাগা নিয়ে এতে কাজ করেছি। আমার মাধ্যমে যদি সমাজের কিছু মানুষও যদি সচেতন হয়, তবে সেটাই হবে একজন অভিনেত্রী হিসেবে আমার বড় প্রাপ্তি। ধন্যবাদ চলচ্চিত্রটির রচয়িতা এবং নির্মাতাকে। পুরো ইউনিট অনেক কষ্ট করে শ্রম দিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আশা করছি সবার ভালোলাগবে।’

বিজ্ঞাপন

এদিকে করোনাকালীন এই দুর্যোগে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ রেখে সুইটি বলেন, ‘আমরা এই করোনাকালীন সময়ে শুধু সরকারের দিকে না তাকিয়ে, আমাদের আশেপাশের এবং আত্মীয়-স্বজন, বন্ধু সবার খোঁজ রাখবো, যে তাদের কি অবস্থা, কোন রকম কষ্ট হচ্ছে কিনা তাদের। আমি একা ভালো থাকলেই তো হলো না, সবাই কে নিয়ে ভালো থাকতে হবে। এই চিন্তাটা আমাদের সবার মধ্যে থাকতে হবে। কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়,আমদের যার যতোটুকু সামর্থ্য সেই অনুযায়ী কয়েকটি পরিবারে খাবার দিতে পারি বা টাকা দিয়ে সাহায্য করতে পারি। অনেক নিম্ন আয়ের বা নিম্ন- মধ্যবিত্ত পরিবার সাহায্য চাইতে সংকোচ বোধ করে, তাদের পাশে চলুন আমরা দাঁড়াই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

ঈদে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তানভীন সুইটি তানভীন সুইটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর