Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে দীপু হাজরার ৪ নাটক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ জুলাই ২০২১ ১৪:০৩

জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা প্রতিবারের মতো এবারের ঈদেও নির্মাণ করেছেন ৪টি বিশেষ নাটক। যার মধ্যে একটি ৭ পর্বের ধারাবাহিক ও বাকী ৩টি একক নাটক।

‘মোঘল ফেমিলি’ নামের ধারাবাহিকটি প্রচারিত হবে বাংলা ভিশনে ঈদের প্রথম দিন থেকে ৭ম দিন পর্যন্ত বিকাল ৪টা ৩০ মিনিটে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, মৌসুমি হামিদ, শাহানাজ খুশী, আরফান আহমেদ, ফারজানা চুমকি প্রমুখ। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও প্রযোজনা সিডি চয়েজ।

বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিন গাজী টিভিতে রাতে ৯টায় প্রচারিত হবে বিশেষ বিরতিহীন বিশেষ নাটক  ‘গেম অব লাইফ’ নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসউক, মনি চৌধুরী, মীর শহীদ প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে জেড এস মাল্টিমিডিয়া।

ঈদের ৪র্থ দিন গাজী টিভিতে রাত ৯টায় প্রচারিত হবে বিরতিহীন বিশেষ নাটক ‘মেনু কার্ড’ নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক। এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ইলোরা গহর, সাল্হা খানম নাদিয়া, ফখরুল বাশার, পারভেজ আক্তার, সুজিত বিশ্বাস, শাইশা শাহের, আল্পনা ফারিয়া, দীপ প্রমুখ।

এনটিভিতে ৭ম দিন রাত ১১টায় প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, রাশেদা রাখী, বৈদ্যনাথ সাহা, এইচএম সুমন প্রমুখ। প্রযোজনা রাজ মাল্টিমিডিয়া।

নাটকগুলো সম্পর্কে নিমার্তা দীপু হাজরা বলেন প্রতিটি নাটকের গল্প, প্রেক্ষাপট, লোকেশান, চরিত্র নির্বাচন করতে ভিন্নতা রাখার চেষ্টা করেছি। আশা করি এ ঈদে দর্শকরা ভালো কিছু দেখতে পাবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ঈদ নাটক দীপু হাজরা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর